ধর্মশালায় ১১ মে আইপিএলের ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। ম্যাচটি সামনে রেখে ভ্রমণ পরিকল্পনা নিয়ে বিপাকে পড়েছে মুম্বাই। গতকাল গভীর রাতে শুরু হওয়া পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি হামলার পর নিরাপত্তার কারণে ধর্মশালা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু মুম্বাই নয়, আইপিএলের বাকি সবগুলো ফ্র্যাঞ্চাইজিই সম্ভবত ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া এই সংঘাত নিয়ে দুশ্চিন্তায়। শেষ পর্যন্ত আইপিএলের চলতি মৌসুম শেষ হবে কি না, সামাজিক যোগাযোগমাধ্যমে সে প্রশ্নও উঠেছে।

তবে আইপিএল সমর্থকদের জন্য সুখবর, বিশ্বের সবচেয়ে ধনী ও জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নির্ধারিত সূচিতেই এগোবে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ পর্যায়ের এক সূত্র। সূত্র জানিয়েছে, চলতি আইপিএলের সূচিতে আপাতত কোনো পরিবর্তন হবে না। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতে চোখ রাখছে বিসিসিআইও।

আইপিএলের এবারের মৌসুমে মোট ৭৪ ম্যাচের মধ্যে এ পর্যন্ত ৫৬ ম্যাচ শেষ হয়েছে। দলগুলোর মধ্যে প্লে–অফে ওঠার লড়াই জমে উঠেছে। গত ২২ মার্চ শুরু হওয়া আইপিএল গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পরও নির্ধারিত সূচিতেই এগিয়ে নেওয়া হয়েছে। গতকাল গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা হামলায় জবাবটা রাতেই দিয়েছে পাকিস্তান।

ধর্মশালা বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় মুম্বাই–পাঞ্জাব ম্যাচ হবে কি না, প্রশ্ন উঠেছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ