Prothomalo:
2025-10-03@08:52:08 GMT

তাহলে ধোনি অবসর নিচ্ছেন না

Published: 8th, May 2025 GMT

এবারই তাহলে শেষ নয়!

মহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে এই মৌসুম শেষেই অবসরে যাচ্ছেন না। কাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের জয়ের পর ৪৪ বছর বয়সী ধোনি নিজে এ কথা জানিয়েছেন।

চেন্নাইকে ৫টি শিরোপা জেতানো এই অধিনায়ক অবসরের সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে চান। যদিও কয়েক দিন আগে টসের সময় ড্যানি মরিসনের আগামী মৌসুমে খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে ধোনি বলেছিলেন, ‘পরের ম্যাচে আসব কি না, আমি জানি না।’ তখন ধারণা করা হচ্ছিল ধোনি হয়তো এবার নিশ্চিতভাবেই অবসরে যাবেন। আপাতত আবার তা মনে হচ্ছে না!

২-৩ মৌসুম ধরেই পুরোপুরি ফিট না থেকেই আইপিএল খেলছেন ধোনি। তিনি খেলেন নিজেকে একটা ছকে বেঁধে। নিজেকে প্রস্তুত রাখেন কয়েকটি বলের জন্য। দলের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিংও জানিয়েছেন, ধোনির হাঁটু সমস্যা তাঁকে দীর্ঘ সময় ব্যাট করতে দিচ্ছে না। সে কারণেই আইপিএলে ৯ নম্বরেও ব্যাটিং করেছেন। ধোনির অনেক সমর্থকই ধোনির এত নিচে ব্যাটিং করা পছন্দ করছেন না।

আমি বছরে মাত্র দুই মাস খেলি। এবার আইপিএল শেষ হলে ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। বুঝতে হবে যে আমার শরীর এই ধরনের চাপ নিতে পারবে কি না।ধোনি

অনেকেই বলছেন, প্রয়োজনে ধোনি অবসর নিক! এই যেমন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক। কয়েক দিন আগে ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে যেমন বলেছিলেন, ‘তার আর কিছুই অর্জনের বাকি নেই। ফ্র্যাঞ্চাইজিটিতে তার যে লিগ্যাসি ও প্রভাব, সেটার ওপর নির্ভর করে তাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। সেটা কি পাল্টাবে? মালিকপক্ষ কি তার সঙ্গে কথা বলবে? আমরা জানি না। আমরা অনেক দিন ধরেই এ বিষয়ে অনুমান করার চেষ্টা করছি। তবে আগামী বছর তাকে এখানে (আইপিএল) দেখলে খুব বিস্মিত হব।’

আরও পড়ুনআর্জেন্টিনাকে বিদায় বলা দি মারিয়া বেনফিকায় কত বেতন পান১ ঘণ্টা আগে

কিন্তু ধোনি নিজে এই সিদ্ধান্ত এখনো নিতে পারেননি, ‘আমি বছরে মাত্র দুই মাস খেলি। এবার আইপিএল শেষ হলে ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। বুঝতে হবে যে আমার শরীর এই ধরনের চাপ নিতে পারবে কি না। এখনই আমার পক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে আমি যেখানেই যাই, মানুষের ভালোবাসা ও স্নেহ অনুভব করি।’

রান নেই ধোনির ব্যাটে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে

জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।

এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?

প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।

প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।

কালও রান করতে পারেননি শামীম

সম্পর্কিত নিবন্ধ