Prothomalo:
2025-05-08@12:31:02 GMT

তাহলে ধোনি অবসর নিচ্ছেন না

Published: 8th, May 2025 GMT

এবারই তাহলে শেষ নয়!

মহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে এই মৌসুম শেষেই অবসরে যাচ্ছেন না। কাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের জয়ের পর ৪৪ বছর বয়সী ধোনি নিজে এ কথা জানিয়েছেন।

চেন্নাইকে ৫টি শিরোপা জেতানো এই অধিনায়ক অবসরের সিদ্ধান্ত নিতে আরও সময় নিতে চান। যদিও কয়েক দিন আগে টসের সময় ড্যানি মরিসনের আগামী মৌসুমে খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে ধোনি বলেছিলেন, ‘পরের ম্যাচে আসব কি না, আমি জানি না।’ তখন ধারণা করা হচ্ছিল ধোনি হয়তো এবার নিশ্চিতভাবেই অবসরে যাবেন। আপাতত আবার তা মনে হচ্ছে না!

২-৩ মৌসুম ধরেই পুরোপুরি ফিট না থেকেই আইপিএল খেলছেন ধোনি। তিনি খেলেন নিজেকে একটা ছকে বেঁধে। নিজেকে প্রস্তুত রাখেন কয়েকটি বলের জন্য। দলের প্রধান কোচ স্টিভেন ফ্লেমিংও জানিয়েছেন, ধোনির হাঁটু সমস্যা তাঁকে দীর্ঘ সময় ব্যাট করতে দিচ্ছে না। সে কারণেই আইপিএলে ৯ নম্বরেও ব্যাটিং করেছেন। ধোনির অনেক সমর্থকই ধোনির এত নিচে ব্যাটিং করা পছন্দ করছেন না।

আমি বছরে মাত্র দুই মাস খেলি। এবার আইপিএল শেষ হলে ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। বুঝতে হবে যে আমার শরীর এই ধরনের চাপ নিতে পারবে কি না।ধোনি

অনেকেই বলছেন, প্রয়োজনে ধোনি অবসর নিক! এই যেমন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক। কয়েক দিন আগে ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে যেমন বলেছিলেন, ‘তার আর কিছুই অর্জনের বাকি নেই। ফ্র্যাঞ্চাইজিটিতে তার যে লিগ্যাসি ও প্রভাব, সেটার ওপর নির্ভর করে তাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। সেটা কি পাল্টাবে? মালিকপক্ষ কি তার সঙ্গে কথা বলবে? আমরা জানি না। আমরা অনেক দিন ধরেই এ বিষয়ে অনুমান করার চেষ্টা করছি। তবে আগামী বছর তাকে এখানে (আইপিএল) দেখলে খুব বিস্মিত হব।’

আরও পড়ুনআর্জেন্টিনাকে বিদায় বলা দি মারিয়া বেনফিকায় কত বেতন পান১ ঘণ্টা আগে

কিন্তু ধোনি নিজে এই সিদ্ধান্ত এখনো নিতে পারেননি, ‘আমি বছরে মাত্র দুই মাস খেলি। এবার আইপিএল শেষ হলে ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। বুঝতে হবে যে আমার শরীর এই ধরনের চাপ নিতে পারবে কি না। এখনই আমার পক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে আমি যেখানেই যাই, মানুষের ভালোবাসা ও স্নেহ অনুভব করি।’

রান নেই ধোনির ব্যাটে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা

ভারতের অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আজ বুধবার (৭ মে) তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি আর টেস্ট খেলবেন না এবং সেটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এই ঘোষণার ফলে এতোদিন তার লংগার ভার্সনের ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনা-কল্পনারও অবসান হলো।

৩৮ বছর বয়সী রোহিত, তার ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে হয়ে উঠেছিলেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য টেস্ট ব্যাটার। ৬৭টি টেস্টে তিনি করেছেন ৪৩০১ রান, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি। গড় ছিল ৪০.৫৭, যা দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে একজন ওপেনারের জন্য বেশ সম্মানজনক।

টেস্ট দলের অধিনায়ক হিসেবেও রোহিতের অর্জন কম নয়। তার নেতৃত্বেই ভারত খেলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া। যদিও শেষদিকে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়েকটি সিরিজে দল কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, তবুও রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আরো পড়ুন:

সীমান্তে উত্তেজনা তুঙ্গে, তবু নির্ধারিত সময়েই চলবে আইপিএল

সোহান-মাহিদুলের সেঞ্চুরির ম্যাচ জয়ে রাঙাল ‘এ’ দল

এখন প্রশ্ন উঠছে, কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক? সামনে রয়েছে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় আছেন জাসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল, শুভমান গিল এবং ঋষভ পন্ত। তাদের মধ্য থেকেই কেউ একজন হাতে তুলে নেবেন ভারতের সাদা পোশাকের নেতৃত্ব।

রোহিতের বিদায়ে ভারতীয় টেস্ট ক্রিকেটে একটি অধ্যায়ের অবসান হলো। এখন দেখার বিষয়, নতুন যুগের সূচনা কেমনভাবে হয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা
  • টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিতের