ভারত–পাকিস্তান সংঘাতের মধ্যে এবার সরাসরিই আক্রান্ত আইপিএল ও পিএসএল। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা হয়েছে। এই স্টেডিয়ামেই আজ রাতে পিএসএলে পেশোয়ার জালমি–করাচি কিংস মুখোমুখি হওয়ার কথা ছিল। ম্যাচটি স্থগিত করা হয়েছে। পেশোয়ার দলে বাংলাদেশের নাহিদ রানা আছেন।

অপর দিকে আজ রাতে হিমাচল প্রদেশের ধর্মশালায় মুখোমুখি হওয়ার কথা পাঞ্জাব কিংস–দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচটি সূচি অনুযায়ী চলবে জানানো হলেও ১১ মে নির্ধারিত পাঞ্জাব–মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে। ধর্মশালার পরিবর্তে ওই ম্যাচটি হবে গুজরাটের আহমেদাবাদে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়েছে, যা তারা নিষ্ক্রিয় করেছে। দ্য নেশনের খবরে বলা হয়, রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে কয়েক মিটার দূরের রাওয়ালপিন্ডি ফুড স্ট্রিটে ড্রোন হামলা হয়েছে। পিএসএল ভেন্যুতে হামলার পর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি সূচি অনুসারে চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পাকিস্তানের পিএসএলে এক ভেন্যুতে টানা কয়েক দিন ম্যাচ রাখা হয়। সে হিসাবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ৮, ৯ ও ১০ মের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। পরে ১৩ মে প্রথম কোয়ালিফায়ারও হওয়ার কথা একই মাঠে। এ ছাড়া লাহোরে হওয়ার কথা টুর্নামেন্টের ফাইনালসহ শেষ তিন ম্যাচ।

আরও পড়ুনপিএসএলের ভেন্যুতেও ড্রোন হামলা, ফিরিয়ে আনা হচ্ছ রিশাদ–নাহিদকে৪৭ মিনিট আগে

পরিবর্তিত পরিস্থিতিতে পিএসএল স্থগিত করা হবে, নাকি বাকি থাকা ৮ ম্যাচ করাচিতে স্থানান্তর করা হবে—এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিকেলে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে পিএসএলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আজকের পেশোয়ার–করাচি ম্যাচ স্থগিতের খবর জানানো হয়েছে। ম্যাচটির নতুন তারিখ পরে জানানো হবে। পিএসএলের লিগ পর্বের ম্যাচ ১১ মে শেষ হওয়ার কথা।

এদিকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ১১ মের পাঞ্জাব–মুম্বাই ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। মুম্বাই ম্যাচের সূচি ‘হোম–অ্যাওয়ে’ভিত্তিক হয়ে থাকে। ধর্মশালা ও চণ্ডীগড় বিমানবন্দর বন্ধ থাকায় হিমাচলে যাওয়া নিয়ে চরম জটিলতায় পড়েছিল মুম্বাই। এখন সূচিতে পরিবর্তন হওয়ায় মুম্বাই যাবে গুজরাটে। তবে আজকের ম্যাচের জন্য ধর্মশালায় থাকা পাঞ্জাব ও দিল্লি দলকে কীভাবে সেখান থেকে নিয়ে আসা হবে, এখনো স্পষ্ট নয়। দিল্লির পরের ম্যাচ দিল্লিতে গুজরাটের বিপক্ষে।

আরও পড়ুনভারত–পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি: পিএসএল ও আইপিএলের ভাগ্যে কী আছে০৭ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসএল

এছাড়াও পড়ুন:

হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল ম্যাচ

আইপিএলের ৫৮তম ম্যাচে আজ বৃহস্পতিবার (০৮ মে) রাতে ধর্মশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। ম্যাচটিতে টস জিতে পাঞ্জাব ব্যাট করতে নামে। ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২২ রান তোলার পর হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। আর সেই বিদ্যুৎ বিভ্রাট আর ঠিক হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই ম্যাচটি আর আগানো যায়নি। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় ধর্মশালায় কিছুটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে এই ভেন্যুতে আগামী রোববারের পরবর্তী ম্যাচ (পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স) সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে। কিন্তু আজকের ম্যাচটি হওয়ার কথা ছিল যথানিয়মে। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেটি আর সম্ভব হয়নি।

এদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলার কারণে পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় করাচিতে। আজ রাওয়ালপিন্ডি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচি কিংস ও পেশাওয়ার জালমির ম্যাচ। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে। পিএসএলের পরবর্তী আটটি ম্যাচ করাচি কিংবা, দুবাই কিংবা দোহায় অনুষ্ঠিত হতে পারে।

আরো পড়ুন:

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, পিএসএলের ভেন্যু বদল

শনিবার বোর্ড মিটিং, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিবে বিসিবি

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল ম্যাচ
  • পিএসএল সরিয়ে নেওয়া হতে পারে দুবাই কিংবা দোহায়
  • নাহিদ-রিশাদকে দেশে ফেরানোর চেষ্টায় বিসিবি
  • রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা, স্থগিত পিএসএল
  • পিএসএলের ভেন্যুতেও ড্রোন হামলা, ফিরিয়ে আনা হচ্ছে রিশাদ–নাহিদকে
  • লিটনদের পাকিস্তান সফর অনিশ্চিত
  • ভারত–পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি: পিএসএল ও আইপিএলের ভাগ্যে কী আছে
  • পাকিস্তানে নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি
  • পাকিস্তানে যুদ্ধাবস্থা, বিসিবির পর্যবেক্ষণে নাহিদ-রিশাদের নিরাপত্তা