ভারত-শাসিত জম্মুতে বিস্ফোরণ, ব্ল্যাকআউট
Published: 8th, May 2025 GMT
ভারতের জম্মু বিমানবন্দরে বিস্ফোরণে শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত এক ঘণ্টা ধরে জম্মু শহর জুড়ে ব্ল্যাকআউট রয়েছে এবং বিমান হামলার সাইরেন বাজছে।
জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, তিনি কাছাকাছি পড়ে থাকা ১৬টি বস্তু দেখেছেন।
আরো পড়ুন:
এবার ভারতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
একই প্রত্যক্ষদর্শী বলেছেন, বাজার বন্ধ রয়েছে এবং তারা লোকজনকে দৌঁড়াতে দেখেছেন।
ভারতীয় সেনাবাহিনীর সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১৯৭১ সালের পর ভারতজুড়ে বেসামরিক ‘মক ড্রিল’
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতজুড়ে বেসামরিক ‘মক ড্রিল’ শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী ৭ মে ভারতের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়া হবে। এছাড়া পশ্চিমবঙ্গের মোট ২৩টি জেলার ৩১ মক ড্রিল অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতজুড়ে ‘মক ড্রিল শুরু হয়েছে। কিছু কিছু এলাকায় ইতিমধ্যে বেসামরিক নাগরিকদের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে জ্ঞান দেওয়া হচ্ছে। আচমকা বিমান হামলায় কীভাবে নিজেকে রক্ষা করবেন বা যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে সামলাবেন- তা বুঝানো হচ্ছে।
মহড়ায় সাইরেন বাজিয়ে সতর্কতা, ব্ল্যাক আউট পরিস্থিতিতে নাগরিকদের আচরণ, জরুরি অবস্থায় এলাকা ফাঁকা করার বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া বাংকার, ট্রেঞ্চ বা গর্ত পরিষ্কার ও রেডি রাখা- এসব বিষয় শেখানো হবে।
এর আগে রোববর রবিবার রাত ৯টার দিকে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সব আলো নিভিয়ে ‘ব্ল্যাকআউট ড্রিল’ করেছে সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দাদের আগে থেকেই এ নিয়ে সতর্ক করে বলা হয়েছিল, তারা যেন আলোকিত বা দূর থেকে চোখে পড়ে এমন কোনও বস্তু বা আলো ব্যবহার না করেন ওই সময়ে। সাধারণত যুদ্ধের সময় বিপক্ষের নজর এড়াতে বা বিপক্ষের সেনাদের বিভ্রান্ত করতে বিস্তীর্ণ এলাকার আলো নিভিয়ে ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়।
ভারতে এর আগে ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।