‘আইপিএল চলবে’ ঘোষণা দিলেও দুশ্চিন্তায় কর্তৃপক্ষ
Published: 9th, May 2025 GMT
রাওয়ালপিন্ডিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পিএসএল স্থগিত ঘোষণা করা হয়। পরে তা সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। জম্মু-কাশ্মিরে পাকিস্তানের হামলার প্রেক্ষিতে বিদ্যুত বিভ্রাটের কারণে আইপিএলে পাঞ্জাব ও দিল্লির ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। যদিও আইপিএল কর্তৃপক্ষ এটাকে, ‘কারিগরি ত্রুটি’ আখ্যা দিয়েছে।
আইপিএলের ম্যাচ পরিত্যক্তের পর টুর্নামেন্টের বাকি অংশ নিয়ে দুশ্চিন্তা বেড়ে চলেছে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, আইপিএল যথা নিয়মে চলবে। তবে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে তারা ভারত সরকারের পরামর্শের অপেক্ষা করছে বলেও জানিয়েছেন।
পাঞ্জাব ও দিল্লির ম্যাচ পরিত্যক্তের পর ধুমাল ভারতের সংবাদ মাধ্যম পিটিআই’কে বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। উত্তেজনা যদিও বেড়েই চলেছে। আমরা সরকারের থেকে এখন পর্যন্ত কোন দিক নির্দেশনা পাইনি। সব দিক এবং সব ধরনের সুযোগ-সুবিধার কথা চিন্তা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
শুক্রবার লক্ষ্নৌ ও বেঙ্গালুরুর ম্যাচ নিয়ে ধুমাল বলেন, ‘হ্যা, সূচি অনুযায়ীই ম্যাচ হবে, টুর্নামেন্টও চলবে। তবে পরিস্থিতির যেহেতু কোন উন্নতি পরিলক্ষিত হচ্ছে না, আমাদের আইপিএলের সর্বোচ্চ স্বার্থের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।’
ধর্মশালায় ম্যাচ স্থগিতের পর দিল্লি ও পাঞ্জাবের ক্রিকেটার ও স্টাফদের দিল্লি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। চান্ডিগড় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তাদের বিশেষ ট্রেনে পাঠানকোট থেকে দিল্লি আনা হবে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। তবে পাঠানকোর্ট আবার ধর্মশালা থেকে ৮৫ কিলোমিটার দূরে। সেখানে সড়কযোগে নেওয়া হবে ক্রিকেটার ও স্টাফদের।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব স স আই
এছাড়াও পড়ুন:
সখীপুরে কথা–কাটাকাটির জেরে দুই ভাইয়ের ওপর ককটেল হামলার অভিযোগ, গ্রেপ্তার ১
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কথা–কাটাকাটির জেরে দুই ভাইয়ের ওপর ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণে আহত দুজনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই ভাই হলেন উপজেলার তৈলধারা গ্রামের আবু সাঈদের ছেলে মাসুম পারভেজ (৫৫) ও মঞ্জুর মোর্শেদ (৪৩)। আহত মাসুম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে জানিয়েছেন তাঁর ছেলে সনেট পারভেজ।
এ ঘটনায় আজ শুক্রবার বেলা ১১টায় আহত দুই ভাইয়ের বাবা আবু সাঈদ বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। গতকাল রাতে আটক ইমরুল হাসান (২৩) নামের এক তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে গড়বাড়ি গ্রামের আসাদুল ইসলামের সঙ্গে আহত দুই ভাইয়ের কথা–কাটাকাটি হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই সহোদর দুটি মোটরসাইকেলে গড়বাড়ি বাজার থেকে তৈলধারা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে বারমুন্ডলিয়া এলাকায় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের গতি রোধ করে তিনটি ককটেল ছুড়ে পালিয়ে যান। এতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ও পরে রাজধানী ঢাকায় পাঠানো হয়।
ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উপজেলার গড়বাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে ইমরুল হাসানকে আটক করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।