ইউক্রেনে রাশিয়ার ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতি বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হয়েছে। এতে দীর্ঘদিন পর তুলনামূলক শান্ত একটি রাত কাটান ইউক্রেনের বড় শহরগুলোর বাসিন্দারা। তবে যুদ্ধ এখনও থামেনি বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, দেশটির পূর্বাঞ্চলে এখনও আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী। 

এ ছাড়া ইউক্রেনের উত্তরের সুমি অঞ্চলে রাশিয়ার ফেলা বোমায় এক নারী নিহত এবং দু’জন আহত হয়েছেন বলে দেশটি দাবি করেছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউক্রেনের আকাশে কোনো রুশ ক্ষেপণাস্ত্র বা ড্রোন দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী। 

রাশিয়া বলছে, নাৎসি জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে আজ মস্কোতে আয়োজিত সামরিক কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বের আরও উল্লেখযোগ্য কয়েকজন নেতা উপস্থিত থাকবেন। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার কিয়েভ শহরের কেন্দ্রে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।

এদিকে চলতি সপ্তাহে রাশিয়ায় বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কিছু সময়ের জন্য রাশিয়ার কয়েকটি বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার কথাও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের আকাশ অশান্ত করায় তাদের আকাশও শান্ত নেই। এটা ন্যায্য।’ ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের ১৪টি ড্রোন ধ্বংস করেছে তারা। তবে বৃহস্পতিবার ইউক্রেন থেকে রাশিয়ায় নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। পূর্ব ইউক্রেনে থাকা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, কিছু গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেলেও অন্য সময়ের তুলনায় পরিস্থিতি অনেকটাই শান্ত।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউক র ন ইউক র ন র

এছাড়াও পড়ুন:

সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে নিবন্ধন শুরু

আড়াইহাজারের সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ১,০০০ টাকা (সর্বনিম্ন) নিবন্ধন ফি জমা দিতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে অতিরিক্ত অনুদানও গ্রহণ করা হবে।

শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে প্রকাশিতব্য স্মারক গ্রন্থের জন্য বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, গল্প, প্রবন্ধ (অরাজনৈতিক) ইত্যাদি রচনা আহ্বান করা হয়েছে। রচনা জমা দেওয়ার শেষ তারিখও আগামী ৩০ অক্টোবর।

এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে অথবা সমন্বয়কারী মো. সেলিমের (মোবাইল: ০১৯১৪-৯৭১৪৬১) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশেষ প্রয়োজনে মোবাইল: ০১৯১২-৫৯০৩৬৯, ০১৯১২-২৫৬৬৬৬।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে নিবন্ধন শুরু
  • আ.লীগ কর্মীদের প্রবেশ, দুধে ধোয়া হলো বিএনপির অফিস
  • জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে বিজয় মিছিল, দোয়া মাহফিল
  • হাসিনার বিচার বিএনপি না করলে কারা করবে, প্রশ্ন গয়েশ্বর রায়ের
  • রাবিতে বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ ৮৩ শিক্ষার্থী
  • ইবির জুলাই বিপ্লব অনুষ্ঠানে উপেক্ষিত অন্য ধর্মগ্রন্থ পাঠ
  • ৫ আগস্ট রাবিতে কোনো প্রোগ্রাম করেনি ছাত্রদল-বাম