এবার অ্যান্তোনির দুর্দান্ত ফ্রি কিকে ফাইনালে বেটিস, প্রতিপক্ষ চেলসি
Published: 9th, May 2025 GMT
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ধারে রিয়াল বেটিসে আসা ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্তোনির দুর্দান্ত শো চলছেই। ইউরোপা কনফারেন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভলিতে দুর্দান্ত এক গোল করেন তিনি। ইতালির ক্লাব ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় পায় বেটিস।
বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগে ২-২ গোলে সমতার ম্যাচে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেছেন অ্যান্তোনি। তার শট কেবল তাকিয়ে দেখতে হয়ে ম্যানইউ’তে অ্যান্তোনির সাবেক সতীর্থ ডেভিড ডি গিয়ার।
ম্যাচে ফিওরেন্টিনার মাঠে প্রথম লিড নেয় বেটিস। ৩০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন অ্যান্তোনি। ওই গোল শোধ করে প্রথমার্ধেই লিডে ফেরে ফিওরেন্টিনা। ৩৪ ও ৪২ মিনিটে গোল করেন রবিন গোসেন্স। ৯৭ মিনিটে আব্দেল ইজালজৌলি গোল করে বেটিসকে সমতায় ফিরিয়ে ফাইনালে তোলেন।
ইউরোপা কনফারেন্স লিগের অন্য সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে সুইডিশ ক্লাব জুরগার্ডেনকে ৫-১ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে চেলসি। বৃহস্পতিবার রাতে ব্লুজরা ১-০ গোলের জয় পেয়েছে। অবশ্য প্রথম লেগে জুরগার্ডেনের মাঠে গিয়ে ৪-১ গোলে জিতেছিল মারেস্কার দল। আগামী ২৮ মে রাতে চেলসি ও বেটিস ফাইনালে মুখোমুখি হবে। ম্যাচটি পোল্যান্ডের ব্রেসলাভিয়া স্টেডিয়ামে হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউর প কনফ র ন স ল গ ফ ইন ল গ ল কর প রথম
এছাড়াও পড়ুন:
বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন
বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ী ইউনিয়ন শাখা কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকের ওই শাখা ভবনের বারান্দায় পেট্রল আগুন দেওয়া হয়। এতে ব্যাংকের বৈদ্যুতিক তার পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া বারান্দায় একটি ব্যানার, ক্যারম বোর্ড ও আসবাব আগুনে পুড়ে যায়।
ধুনট থানা-পুলিশ ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরীন ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যাংকের নৈশপ্রহরী শহিদুল ইসলাম বলেন, ‘রাতে বারান্দায় সতর্ক অবস্থায় ছিলাম। রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হঠাৎ বারান্দায় আগুনের লেলিহান শিখা দেখতে পাই। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
শাখাটির ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা নৈশপ্রহরী সামান্য সময়ের জন্য বারান্দা থেকে একটি কক্ষের ভেতরে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বারান্দায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বড় রকমের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আগে থেকেই বালু ও পানি মজুত ছিল। আজ সকাল থেকে যথারীতি ব্যাংকের কার্যক্রম চলছে।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, দ্রুততম সময়ের মধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।