ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ধারে রিয়াল বেটিসে আসা ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্তোনির দুর্দান্ত শো চলছেই। ইউরোপা কনফারেন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভলিতে দুর্দান্ত এক গোল করেন তিনি। ইতালির ক্লাব ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় পায় বেটিস। 

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগে ২-২ গোলে সমতার ম্যাচে দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেছেন অ্যান্তোনি। তার শট কেবল তাকিয়ে দেখতে হয়ে ম্যানইউ’তে অ্যান্তোনির সাবেক সতীর্থ ডেভিড ডি গিয়ার। 

ম্যাচে ফিওরেন্টিনার মাঠে প্রথম লিড নেয় বেটিস। ৩০ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন অ্যান্তোনি। ওই গোল শোধ করে প্রথমার্ধেই লিডে ফেরে ফিওরেন্টিনা। ৩৪ ও ৪২ মিনিটে গোল করেন রবিন গোসেন্স। ৯৭ মিনিটে আব্দেল ইজালজৌলি গোল করে বেটিসকে সমতায় ফিরিয়ে ফাইনালে তোলেন। 

ইউরোপা কনফারেন্স লিগের অন্য সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে সুইডিশ ক্লাব জুরগার্ডেনকে ৫-১ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে চেলসি। বৃহস্পতিবার রাতে ব্লুজরা ১-০ গোলের জয় পেয়েছে। অবশ্য প্রথম লেগে জুরগার্ডেনের মাঠে গিয়ে ৪-১ গোলে জিতেছিল মারেস্কার দল। আগামী ২৮ মে রাতে চেলসি ও বেটিস ফাইনালে মুখোমুখি হবে। ম্যাচটি পোল্যান্ডের ব্রেসলাভিয়া স্টেডিয়ামে হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউর প কনফ র ন স ল গ ফ ইন ল গ ল কর প রথম

এছাড়াও পড়ুন:

চাঁদাবাজি করে দেশকে অশান্ত করে তুলেছে বিএনপি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বিএনপিকে উদ্দেশ্য বলেন, হাজার হাজার মায়ের কোল খালি হলো, তখন আপনারা  কোথায় ছিলেন? সংস্কার যেগুলো প্রয়োজন, সেগুলো সংস্কার না হতেই স্লোগান শুধু নির্বাচন আর নির্বাচন। ৫ আগস্টের পরে আপনারা কী করেছেন? আমরা দেখছি আপনারা সারা দেশে চাঁদাবাজি করে অশান্ত করে তুলেছেন।

আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আপনারা ঘাট দখল করেছেন, স্টেশন দখল করেছেন, মামলা বাণিজ্য শুরু করেছেন। আপনারা আগে এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপর  নির্বাচন চান। ক্ষমতায় গেলে আপনারা কী করবেন; তা বাংলাদেশের মানুষের জানা হয়ে গেছে। নতুনভাবে আর দেখতে চাই না।

চরমোনাই পীর বলেন, বিএনপিকে আমি বলবো- আওয়ামী লীগ নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে এবং সংস্কারের দাবিতে আগে আপনারা একমত হোন। সমস্ত রাজনৈতিক দলসহ সকল ধর্ম-বর্ণ সকল পেশার মানুষকে আমি বলবো- দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য আমরা একত্র হয়ে কাজ করব।

গণসমাবেশে আ ন ম মামুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির আব্দুলাহ আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন নাবী প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ