ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনা এবার বড় ধাক্কা দিয়েছে ক্রিকেটে। যুদ্ধাবস্থার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএল। এই পরিস্থিতিতে বাতিল হয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, আগস্ট-সেপ্টেম্বরে এই দুই সিরিজের সময়টিকে আইপিএলের বাকি অংশ শেষ করতে ব্যবহার করতে চায় বিসিসিআই।

এফটিপির সূচি অনুযায়ী, আগস্টে বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপও। যদিও চুক্তি অনুযায়ী হাইব্রিড মডেলে পাকিস্তানের খেলা শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা। কিন্তু যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ায় এশিয়া কাপের আয়োজন নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে। বিসিসিআই এই সিরিজগুলো নিয়ে অনাগ্রহী।

এদিকে, পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তায় রয়েছে বাংলাদেশ। চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে তা নিয়ে চিন্তিত বিসিবি। শারজাহতে দুইটি প্রস্তুতি ম্যাচের কথাও ছিল, তবে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ায় সেই পরিকল্পনাও অনিশ্চিত। ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলার কথা বাংলাদেশের।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ