পাকিস্তানকে ভেন্যু দিয়ে ভারতকে 'না' বলল আরব আমিরাত
Published: 9th, May 2025 GMT
পাকিস্তানকে ভেন্যু দিয়ে ভারতকে ‘না’ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে আপাতত বন্ধ হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আইপিএল আয়োজনের বিকল্প পরিকল্পনা।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই পিএসএল-এর বাকি অংশ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। শুরুতে করাচিতে টুর্নামেন্ট শেষ করতে চাইলেও বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে সেই পরিকল্পনা বাতিল হয়। নিরাপত্তার শঙ্কা দূর করতে দ্রুত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয় পিএসএল।
বিপরীতে, নিরাপত্তা হুমকির কারণে ধর্মশালায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এরপর বিসিসিআইও চেয়েছিল সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে। কিন্তু এরই মধ্যে পিএসএলের জন্য আমিরাতের মাঠ বরাদ্দ হয়ে যাওয়ায় ভারতকে ‘না’ বলে দেয় ইসিবি (ইমিরেটস ক্রিকেট বোর্ড)।
জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়, আইপিএল আয়োজনে আগ্রহী ভারত আরব আমিরাতকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। তবে পাকিস্তানের সঙ্গে পূর্বে হওয়া চুক্তি দেখিয়ে আমিরাত জানিয়ে দেয়, তারা আর আইপিএল আয়োজন করতে পারবে না।
ফলে আরব আমিরাতে মাঠ না পাওয়ায় বাধ্য হয়ে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। বিসিসিআই এখন সেপ্টেম্বরের ফাঁকা উইন্ডোতে আইপিএল আয়োজন করতে চাইলেও তখন এশিয়া কাপ থাকায় সেটাও অনিশ্চিত। বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা করছে ভারত। সবকিছু ঠিক থাকলে সেখানেই গড়াতে পারে বাকি ম্যাচগুলো।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসএল
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে