আমিরাতে আইপিএল আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার
Published: 9th, May 2025 GMT
চলতি আইপিএল আসরের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চেয়েছিল ভারত। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমিরাত। কারণ, একই সময় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের জন্য আগে থেকেই দুবাইয়ের ভেন্যু বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে অগ্রাধিকার ভিত্তিতে পিএসএলের বাকি ম্যাচগুলোই আয়োজন করবে তারা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিসিসিআই আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে যোগাযোগ করেছিল আইপিএলের বাকি অংশ আয়োজনের অনুরোধ জানিয়ে। কিন্তু ইসিবি সোজাসাপ্টা জানিয়ে দেয়, তারা ইতিমধ্যেই দুবাইয়ের মাঠ বরাদ্দ দিয়েছে পিএসএল’র জন্য।
বৃহস্পতিবার (৮ মে) রাতে পিসিবি পিএসএলের বাকি ম্যাচগুলো আমিরাতে আয়োজনের বিষয়টি চূড়ান্ত করে এবং এর কিছুক্ষণ পরেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। ইসিবি জানায়, যেহেতু নির্ধারিত সময় ও ভেন্যু আগে থেকেই পিএসএলের জন্য বুকিং রয়েছে, তাই আইপিএলের জন্য আলাদা সময় বরাদ্দ করা সম্ভব নয়। এতে করে আইপিএলের বাকি অংশ কোথায় হবে, তা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
আরো পড়ুন:
ব্ল্যাকআউট: মাঝপথে হঠাৎ বন্ধ ধর্মশালার আইপিএল ম্যাচ
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, পিএসএলের ভেন্যু বদল
এমন পরিস্থিতিতে ভারত বিকল্প ভাবছে। সেপ্টেম্বর মাসে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের চেষ্টা করতে পারে তারা। তবে সে সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ-২০২৫। ফলে দুই বড় টুর্নামেন্টের সময় ও লজিস্টিক মেলানো নিয়ে সৃষ্টি হতে পারে জটিলতা।
এদিকে পিসিবি নিশ্চিত করেছে, পিএসএল এর বাকি ম্যাচগুলো (প্লে-অফ ও ফাইনালসহ) স্থানীয় পরিস্থিতির কারণে পাকিস্তান থেকে সরিয়ে আনা হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতেই হবে। দর্শকদের আশ্বস্ত করে তারা জানিয়েছে, খুব শিগগিরই নতুন সময়সূচি ও ভেন্যুর ঘোষণা দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পেশাওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে টস বাতিল করে ম্যাচ স্থগিত করা হয় নিরাপত্তাজনিত কারণে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকেই তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
পিএসএলের এবারের আসরের চূড়ান্ত পর্ব চলছে। লিগ পর্বে বাকি মাত্র চারটি ম্যাচ। এরপর শুরু হবে চারটি প্লে’অফ ম্যাচ। উত্তেজনা, অনিশ্চয়তা ও নাটকীয়তায় মোড়ানো এক জমজমাট সমাপ্তির দিকে এগোচ্ছে পিএসএলের এবারের আসর।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প এসএল র এল র ব ক র জন য আম র ত
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫