ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আঁচ এবার পৌঁছে গেল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম পর্যন্ত। ঠিক সেই সময়েই, যখন নিরাপত্তাজনিত কারণে আইপিএল-২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহাসিক স্টেডিয়াম ঘিরে ছড়িয়ে পড়ল বিস্ফোরক আতঙ্ক।

শুক্রবার (০৯ মে) সকালবেলায় ডিডিসিএ (দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন) উড়ো চিঠির মতো এক ই-মেইল পায়। যেখানে স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি স্পষ্ট ভাষায় জানানো হয়। মেইলটি পাওয়ার পরই নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিল্লি পুলিশকে অবহিত করা হয় এবং স্টেডিয়ামে শুরু হয় তল্লাশি অভিযান।

ডিডিসিএর এক সিনিয়র কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “এটা কোনো সাধারণ হুমকি নয়। আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি এবং পুলিশ ইতোমধ্যেই প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা জোরদার করেছে।”

আরো পড়ুন:

আজীবন সম্মাননা পেয়ে শচীন: কখনো অ্যালকোহল বা তামাকের বিজ্ঞাপন করিনি

পাকিস্তানে যাবে না ভারত, নিরপেক্ষ ভেন্যুর দাবি

ইমেইলটির ভাষা ছিল বেশ ভয়াবহ ও পরিকল্পিত। সেখানে দাবি করা হয়েছে, ভারতজুড়ে বিভিন্ন জায়গায় পাকিস্তানপন্থী ঘুমন্ত ‘স্লিপার সেল’ সক্রিয় রয়েছে এবং তারা ‘অপারেশন সিন্দুর’ নামের একটি পরিকল্পনার অংশ হিসেবে ভারতীয় স্থাপনায় আঘাত হানতে প্রস্তুত।

এই স্টেডিয়ামটি দিল্লি ক্যাপিটালসের হোম ভেন্যু এবং আগামী ১১ মে গুজরাট টাইটানসের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এমন হুমকির ঘটনায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে পুরো পরিস্থিতিতে।

এর আগের দিন ধর্মশালায় দিল্লি ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচ চলাকালীন আকস্মিক বিমান হুমকির সংকেত পাওয়া যায়। যার কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আসলো দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার বার্তা।

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেন, “এই মুহূর্তে দেশের স্বার্থই সবার আগে। জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, বাকি থাকা ১৬টি ম্যাচ নিয়ে কী সিদ্ধান্ত হবে, তা পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করে পরে জানানো হবে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব স স আই

এছাড়াও পড়ুন:

ভারতের জম্মু ও অমৃতসরে বিস্ফোরণের শব্দ

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও পার্শ্ববর্তী পাঞ্জাব রাজ্যে শিখদের পবিত্র শহর অমৃতসরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় তিন দশকের মধ্যে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে শুক্রবার গভীর রাতে তারা ড্রোন ভূপাতিত করছে।

এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে তিন দিন ধরে চলা সংঘাতে প্রথম অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা গেল।

একাধিক কর্মকর্তা ও রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর আকাশে লাল শিখা ও 'প্রজেক্টাইল' দেখা গেছে।

বৃহস্পতিবার জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের পর পুরো এলাকা বিদ্যুৎহীন।

'ড্রোন দেখা গেছে...সেগুলোকে প্রতিহত করা হচ্ছে,' বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় সামরিক কর্মকর্তা।

অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের কাশ্মীরের শ্রীনগর শহরের বিমানবন্দরের কাছে ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অমীমাংসিত এই অঞ্চলে আরও ১২টি স্থানে বিস্ফোরণ ঘটেছে।

এ ব্যাপারে পাকিস্তান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার রাতে একই এলাকায় হামলার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে।

সম্পর্কিত নিবন্ধ