স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের বাকি থাকা আট ম্যাচ স্থগিত রাখার কথা জানিয়েছে।
যদিও এর আগে আজই পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত-আরব-আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে এখন ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতি আরও খারাপ হওয়ায় কারণ দেখিয়ে বাকি আট ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে পিসিবি। ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলও এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।
পিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারতে থেকে ছোড়া ৭৮টি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।’
পিবিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন একপর্যায়ে পৌঁছেছে, যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে—যাঁরা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়ছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।’
গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ড্রোন হামলায় স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি বৈঠক শেষে ম্যাচটি আর হয়নি। এরপরই আসে আরব-আমিরাতে সূচি পুনঃ নির্ধারণ করে খেলার কথা। তবে শেষ পর্যন্ত সেটি আপাতত হচ্ছে না।
আইপিএল স্থগিতের সিদ্ধান্তও এসেছে আজ। আইপিএল আপাতত স্থগিত থাকছে এক সপ্তাহ। বিসিসিআই তাদের অফিশিয়াল বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৫ তাৎক্ষণিকভাবে এক সপ্তাহ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে নতুন সূচি ও ভেন্যুর বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তানকে ভেন্যু দিয়ে ভারতকে 'না' বলল আরব আমিরাত
পাকিস্তানকে ভেন্যু দিয়ে ভারতকে ‘না’ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে আপাতত বন্ধ হয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আইপিএল আয়োজনের বিকল্প পরিকল্পনা।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই পিএসএল-এর বাকি অংশ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। শুরুতে করাচিতে টুর্নামেন্ট শেষ করতে চাইলেও বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে সেই পরিকল্পনা বাতিল হয়। নিরাপত্তার শঙ্কা দূর করতে দ্রুত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয় পিএসএল।
বিপরীতে, নিরাপত্তা হুমকির কারণে ধর্মশালায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। এরপর বিসিসিআইও চেয়েছিল সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে। কিন্তু এরই মধ্যে পিএসএলের জন্য আমিরাতের মাঠ বরাদ্দ হয়ে যাওয়ায় ভারতকে ‘না’ বলে দেয় ইসিবি (ইমিরেটস ক্রিকেট বোর্ড)।
জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়, আইপিএল আয়োজনে আগ্রহী ভারত আরব আমিরাতকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। তবে পাকিস্তানের সঙ্গে পূর্বে হওয়া চুক্তি দেখিয়ে আমিরাত জানিয়ে দেয়, তারা আর আইপিএল আয়োজন করতে পারবে না।
ফলে আরব আমিরাতে মাঠ না পাওয়ায় বাধ্য হয়ে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করেছে বিসিসিআই। বিসিসিআই এখন সেপ্টেম্বরের ফাঁকা উইন্ডোতে আইপিএল আয়োজন করতে চাইলেও তখন এশিয়া কাপ থাকায় সেটাও অনিশ্চিত। বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা করছে ভারত। সবকিছু ঠিক থাকলে সেখানেই গড়াতে পারে বাকি ম্যাচগুলো।