ভারত চাইলে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজন করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান জানিয়েছে, সহায়তার প্রস্তাব নিয়ে বিসিসিআই সচিবের সঙ্গে কথা বলেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড।

ভারত–পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার আইপিএলের ১৮তম আসর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়। তবে দেশি–বিদেশি সব ক্রিকেটারকে বাড়িতে পাঠিয়ে দেওয়ায় শিগগিরই টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ইসিবি বলেছে, ইংল্যান্ডের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাব্য সময় হতে পারে এ বছরের সেপ্টেম্বর।

এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত গত মঙ্গলবার থেকে দেশটিতে কয়েক দফায় হামলা চালিয়েছে। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাল্টাপাল্টি হামলার মধ্যে শুক্রবার পাকিস্তানের পিএসএল এবং ভারতের আইপিএল দুটিই স্থগিত হয়ে গেছে।

৬ দলের পিএসএলে ম্যাচ বাকি ৮টি, ১০ দলের আইপিএলে বাকি ১৬টি। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের পর বিসিসিআই দলগুলোকে বাড়ি চলে যেতে বলেছে। এরই মধ্যে ভারত ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ পরই আইপিএল চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আর পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনার জেরে টুর্নামেন্ট স্থগিত হয়েছে, সেটাও কবে থামবে, এখনই তা বোঝা যাচ্ছে না।

আরও পড়ুনপরের ফ্লাইটেই ভারত ছাড়তে চান বিদেশি ক্রিকেটাররা১১ ঘণ্টা আগে

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসিবির প্রধান নির্বাহী বিসিসিআইয়ের কাছে সহায়তার প্রস্তাব দিয়েছেন। ভারত যদি এক সপ্তাহ পর আইপিএল চালু না করতে পারে, বছরের শেষ দিকে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ড। ইসিবির এক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সময় হতে পারে সেপ্টেম্বর। অবশ্য এই মুহূর্তে যুক্তরাজ্যে আইপিএল আয়োজন নিয়ে কোনো ‘সক্রিয় আলোচনা’ নেই বলেও জানিয়েছে সূত্রটি।

ইসিবির পক্ষ থেকে ভারতকে একই প্রস্তাব দেওয়া হয়েছিল ২০২১ সালে। সেবার করোনা মহামারির কারণে ভারতে আইপিএল আয়োজন স্থগিত হয়ে গিয়েছিল। পরে তা আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে।

ভারত–পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত ‘বোমা আসছে.

..’—ধর্মশালার ভীতিকর পরিস্থিতি নিয়ে আতঙ্কিত আইপিএলের চিয়ারলিডার আইপিএল আয়োজন করতে রাজি হয়নি আরব আমিরাত বাংলাদেশের পাকিস্তান সফর তাহলে কি পিছিয়েই যাচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পর এবার অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি বাংলাদেশ সফরে আসবে না ভারত, হবে না এশিয়া কাপও ভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে: বললেন আফ্রিদি আইপিএলের পর পিএসএলও স্থগিত

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দলের দুই পক্ষের বিরোধ মেটাতে যাচ্ছিলেন সালিস বৈঠকে, পথে দুর্ঘটনায় মৃত্যু বিএনপি নেতার

দলের দুটি পক্ষের মধ্যে হাতিহাতি ও সংঘর্ষের ঘটনায় বিরোধ মীমাংসায় ডাকা হয়েছিল সালিস বৈঠক। সে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফেনীর পরশুরামের বিএনপি নেতা পারভেজ মজুমদার (৫৮)। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী।

পারভেজ মজুমদার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নিজকালিকাপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিস বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিসে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও তাঁর সহযোগী মোহাম্মদ হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরাম যাচ্ছিলেন। তাঁদের বহন করা মোটরসাইকেলটি সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাঁর মৃত্যু হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা পারভেজ মজুমদারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।

সম্পর্কিত নিবন্ধ