প্লান বি’র প্রস্তুতি নিলেও আইপিএল ছাড়ছেন বিদেশিরা
Published: 10th, May 2025 GMT
আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতি বলছে, এটি আসলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ টুর্নামেন্ট শুরু করতে প্লান বি প্রস্তুত করছে। তবে সেই প্লান বি আলোর মুখ দেখার আগেই আইপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ভারত ছাড়তে শুরু করেছেন।
বিসিসিআই এক সপ্তাহ পরই আইপিএল শুরুর চেষ্টা করছে বলে জানানো হয়েছে। দেশটির দক্ষিণের তিন শহর চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে বাকি ম্যাচগুলো খেলাতে চায় তারা। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকারা এই পরিস্থিতিতে এখনই আইপিএল পুনরায় মে’র মধ্যে শুরু সম্ভব নয় ধরে নিয়েছে। ক্রিকেটারদের তেমনই বার্তা দেওয়া হয়েছে।
মে’র মধ্যে আইপিএল শেষ করা না গেলে বাকি অংশ আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে। সংবাদ মাধ্যম ক্রিকইনফো এমনই দাবি করেছে। তারা জানিয়েছে, ১১ জুন ওর্য়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় মে’র মধ্যে টুর্নামেন্ট শেষ না করা গেলে তারা আসবেন না। আবার জুনে ভারতের ইংল্যান্ড সফর আছে।
ফ্র্যাঞ্জাইজি মালিকরা এখনই আইপিএল শুরু হচ্ছে না ধরে নিলেও এটাও জানিয়েছেন, আইপিএল মে’র তৃতীয় সপ্তাহের পর পরই শুরু করা গেলে বিদেশি ক্রিকেটাররা ফিরে আসবেন। তারা এমন প্রতিশ্রুতি দিয়েই ভারত ছাড়ছেন।
আইপিএলে ১২টি লিগ ম্যাচ বাকি আছে। প্লে অফ ও ফাইনাল মিলিয়ে আছে ১৬ ম্যাচ। ইএসপিএন দাবি করেছে, বাকি ম্যাচগুলো ভারত নিজ দেশেই আয়োজনের চেষ্টা করছে। সেক্ষেত্রে আগস্ট ও সেপ্টেম্বরকে সম্ভাব্য সময় ধরে রাখা হয়েছে। আগস্টে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা আছে। নিরাপত্তা অজুহাতে ওই সফর ভারত বাতিল করতে পারে বলে এরই মধ্যে খবর এসেছে। পাকিস্তানকে নিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপও আয়োজন করতে রাজি নয়। ওই সময়টা আইপিএল শেষ করতে চায় ভারত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব স স আই
এছাড়াও পড়ুন:
মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল আবারও ৫ দিনের রিমান্ডে
মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সালকে হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে মুন্সিগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক নুসরাত শারমীন এই আদেশ দেন।
গত বছরের ৪ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের সময় মুন্সিগঞ্জ শহরে আওয়ামী লীগের গুলিতে সজল মোল্লা নিহত হন। ওই ঘটনায় করা মামলায় ১ জুলাই মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তখন আদালত তাঁকে সাত দিনের রিমান্ডে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মুন্সিগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল হালীম প্রথম আলোকে বলেন, ফয়সাল গত সাত দিন রিমান্ডে ছিলেন। তখন পুলিশের তদন্তাধীন গুরুত্বপূর্ণ বিষয়ের জবাবে তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর কথা বলেছেন। ছাত্র–জনতার আন্দোলনে ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
আজ রিমান্ড শেষে মোহাম্মদ ফয়সালকে আবার আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সজীব দে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুনমুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল ৭ দিনের রিমান্ডে০১ জুলাই ২০২৫একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ফয়সাল। তিনি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে। নিজ দলে কোনো পদ না থাকলেও তিনি স্থানীয় আওয়ামী লীগ রাজনীতিতে প্রভাবশালী ছিলেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ২২ জুন রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ১ জুলাই তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়।