ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে কাল। এখন প্রশ্ন, দুই দেশের সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ও পিএসএল কবে শুরু হতে পারে?

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বলছে, আইপিএল আবার শুরু হতে পারে ১৫ মে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে পিএসএল শুরু করতেও তোড়জোড় শুরু হয়েছে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো নির্দিষ্ট কোনো তারিখের কথা বলতে পারেনি।

বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘যুদ্ধ বন্ধ হয়েছে। এখন নতুন পরিস্থিতিতে বিসিসিআই কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল রোববার (১১ মে) বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে। দেখা যাক টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত সময় হয়।’

৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি যুদ্ধপরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। এরপর এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা আসে। ১৫ মে যদি আবার আইপিএল শুরু হয়, তাহলে ঠিক এক সপ্তাহই বিরতি থাকবে।

৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের ছবি।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশে ফিরছেন নাহিদ-রিশাদ ও বাংলাদেশের দুই সাংবাদিক

পাকিস্তান-ভারত রাজনৈতিক উত্তেজনার জেরে হঠাৎ বদলে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মঞ্চ। নিরাপত্তা পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছানোয় বাতিল করা হয়েছে টুর্নামেন্টের বাকি অংশ। আর সেই সঙ্গে সরিয়ে নেওয়া হয়েছে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়দের। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন, নাহিদ রানা ও দুইজন ক্রীড়া সাংবাদিক আজ শুক্রবার (৯ মে) রাতে ইসলামাবাদ থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করেন।

এই দুই তরুণ ক্রিকেটার পাকিস্তানে পিএসএলের ব্যস্ত সূচিতে খেলায় ব্যস্ত ছিলেন। কিন্তু ভারতীয় আগ্রাসনের সম্ভাব্য হুমকিকে কেন্দ্র করে হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি। টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর দ্রুতই নেওয়া হয় বিদেশিদের নিরাপদ গমনব্যবস্থা। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি নির্দিষ্ট ফ্লাইটে রিশাদ ও নাহিদের সঙ্গে অন্য বিদেশি ক্রিকেটারদেরও পাঠানো হয় দুবাইয়ে।

তবে শুধু ক্রিকেটাররাই নন, একই ফ্লাইটে ছিলেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও। দুবাই পৌঁছেও ক্রিকেটাররা থেকে যাবেন পিএসএলের হোটেলে। যদিও সাংবাদিকরা সেখান থেকে দেশে ফেরার প্রস্তুতি নেবেন।

আরো পড়ুন:

আরব আমিরাতে হওয়ার ঘোষণা দিয়েও পিএসএল স্থগিত

স্থগিত হওয়ার দ্বারপ্রান্তে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে।

তিনি জানান, আমরা শুধু আমাদের দুই ক্রিকেটারের কথা বলিনি, সাংবাদিকদের বিষয়েও সরাসরি অনুরোধ করেছি যাতে একই প্রক্রিয়ায় নিরাপদে তারা ফেরত আসতে পারেন। বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করা হয়েছে।

সবকিছু মিলিয়ে, রাজনৈতিক অস্থিরতার আগুনে পুড়ে ছিন্নভিন্ন হলো মাঠের ক্রিকেট। হঠাৎ থেমে গেল পিএসএলের গতি। তবে এই অনিশ্চয়তার মধ্যেও আশার কথা—বাংলাদেশি ক্রিকেটার ও সাংবাদিকরা সুস্থভাবেই ফিরছেন নিরাপদ আশ্রয়ে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • কবে শুরু হচ্ছে পিএসএল, যা জানা গেল
  • পাকিস্তান সফরে এবার আশার আলো
  • পাকিস্তান থেকে ফিরে যা বললেন রিশাদ 
  • পাকিস্তান থেকে ফিরে রিশাদ শোনালেন ‘যুদ্ধে’র অভিজ্ঞতার কথা
  • যুদ্ধের মঞ্চে অস্বস্তির প্রহর পেরিয়ে দেশে ফেরার স্বস্তি
  • যে দেশে হতে পারে আইপিএলের বাকি অংশ
  • পিএসএল কেন আমিরাতে হচ্ছে না
  • ভারত না পারলে আইপিএল আয়োজন করতে চায় ইংল্যান্ড
  • দেশে ফিরছেন নাহিদ-রিশাদ ও বাংলাদেশের দুই সাংবাদিক