নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ সংক্রান্ত এক সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই সময়সূচি ঘোষণা করেন।

ঘোষিত আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি অনুযায়ী, আগামী ২২ মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। এরপর পর্যায়ক্রমে উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ ৩০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাত ২ জুন থেকে থেকে পাড়া যাবে। এছাড়াও নাক ফজলি ৫ জুন, ল্যাংড়া-হাড়িভাঙা ১০ জুন, আম্রপালি ১৮ জুন, ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো ২৫ জুন থেকে পাড়তে পারবেন চাষিরা। সর্বশেষ ১০ জুলাই থেকে পাড়া যাবে আশ্বিনা, বারি-৪ ও গৌড়মতি।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সারাদেশে নওগাঁর আমের বিশেষ সুনাম রয়েছে। ইতিমধ্যে এ জেলার নাক ফজলি আম জিআই স্বীকৃতি পেয়েছে। সারাদেশে নওগাঁর আম্রপালির বিশেষ চাহিদা রয়েছে। আম অপরিপক্ব অবস্থায় কেউ যেন বাজারজাত করতে না পারে সে বিষয়ে প্রশাসন সচেষ্ট থাকবে। তবে কোনো আম নির্ধারিত তারিখের আগে পরিপক্ব হলে স্থানীয় কৃষি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ছাড়পত্র নিয়ে বাজারজাত করতে পারবে। এর আগে কোনো অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক।

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, জেলায় এ বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে ৩ লাখ ৬৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আম বেচা-কেনার আশা করা হচ্ছে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা।

সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, কৃষি কর্মকর্তা ও আম চাষিরা উপস্থিত ছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নওগ সময়স চ

এছাড়াও পড়ুন:

৪৬তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি জানা যাবে শিগগিরই

৪৬তম বিসিএসের নতুন সময়সূচি শিগগিরই প্রকাশ করতে চাইল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার্থীদের দফায় দফায় আন্দোলন, পরীক্ষা পেছানোর দাবির পরিপ্রেক্ষিতে পিএসসি এখন নতুন সময়সূচির দিকে এগোচ্ছে। চলতি সপ্তাহে এই পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হতে পারে বলে পিএসসির একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে।

ওই সূত্র জানায়, যেহেতু দুই মাস বা ৬০ দিন আগে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণার দাবি উঠেছে আর পরীক্ষার্থীরা এ থেকে পিছু হটেননি, তাই বিষয় মাথায় রেখে নতুন সূচি প্রকাশের কাজ করা হচ্ছে। খুব শিগগির এই বিষয়ে অগ্রগতি দেখা যাবে।

আরও পড়ুনজনপ্রশাসন মন্ত্রণালয় ৭ ক্যাটাগরিতে নেবে কর্মী, পদ ৫৫২৫ মার্চ ২০২৫

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত ২৮ এপ্রিল সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। এর আগে আগের রাতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পিএসসি সংস্কারসহ কয়েকটি দাবিতে অনশনরত আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পিএসসির চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে অনশনরত ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রধান দাবি ৪৬তম বিসিএসের ৮ মে তারিখের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারী পরীক্ষার্থীদের পিএসসি নিয়ে যে সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, সে বিষয়ে আলোচনার জন্য সরকারের উচ্চপর্যায়ের কমিটি হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করা হয়েছে।

আরও পড়ুনজীবন বীমা করপোরেশনে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন১২ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • কুষ্টিয়ায় কারখানা বন্ধে শিল্প খাত ও বিনিয়োগে ধাক্কা, অনিশ্চয়তার মুখে জীবিকা ও অর্থনীতি
  • পাঞ্জাবের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল
  • ৪৬তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি জানা যাবে শিগগিরই
  • শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
  • ‘মার্চ টু যমুনা’ ঘোষণা করলেন হাসনাত আবদুল্লাহ
  • আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
  • পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির বৈঠকের কথা অস্বীকার করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী
  • বিমানের আন্তর্জাতিক ফ্লাইটের সূচি পরিবর্তন