দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল করেছিল ৩০১ রান। তবে শুরুতে মাহফিজুল ইসলাম, মাঝে আকবর আলী ও শেষে তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসানের ব্যাটে ভর করে ২ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় পেয়ে গেছে বাংলাদেশ ইমার্জিং দল।  শেষ ২০ বলে ৩৯ রানের প্রয়োজন মিটিয়ে জিতে তাতে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের উদীয়মানেরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

আরও পড়ুনভারতের টেস্ট দলে কোহলিকে খুঁজবেন লিটন১ ঘণ্টা আগে

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকারা ৭৯ রান তুলতেই হারিয়ে ফেলে ৪ উইকেট।  কনর ইস্টারথুইজেন ও আন্দিলে সিমেলানের ব্যাটে শুরুর ধাক্কাটা সামলায় দক্ষিণ আফ্রিকা।

৬৯ বলে ৭১ রান করে ইস্টারথুইজেন ফিরে যান ৪৪তম ওভারে। এরপর দলটির রান ৩ শর ওপরে নিয়ে যান আটে নামা সিমেলানে। ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রান করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচটি টি-টোয়েন্টি খেলা সিমেলানে।

৮৯ বলে ৮৭ করে ম্যাচসেরা হন মাহফিজুল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ