ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের প্রধানদের মধ্যে প্রথমবার হটলাইনে কথা বলেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, সোমবার (১২ মে) বিকাল ৫টায় শেষ হয়েছে এই বৈঠক। 

দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধবিরতি ও যোগাযোগ স্থাপিত হওয়ায় সীমান্তে উত্তেজনা কমেছে এবং তাদের শেয়ার বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। 

কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পরস্পরবিরোধী অভিযোগের পর রবিবার (১১ মে) রাতে বিস্ফোরণ বা গোলাবর্ষণের কোনো খবর পাওয়া যায়নি। 

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ছিল গত কয়েক দিনের মধ্যে প্রথম শান্তিপূর্ণ রাত, যদিও কিছু স্কুল এখনো বন্ধ রয়েছে।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষ থেকে। এর মধ্য দিয়ে চার দিনের তীব্র গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলা কিছু ব্যক্তিক্রম বাদে বন্ধ হয়।

ভারতের সেনাবাহিনী রবিবার পাকিস্তানকে ‘হটলাইন‘ বার্তা পাঠিয়ে আগের দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে এবং জানায় যে, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে তারা প্রতিক্রিয়া জানাবে। 

তবে পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র কোনো লঙ্ঘনের অভিযোগ নাকচ করেন।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় দেশের সামরিক অভিযানের মহাপরিচালকরা সোমবার দুপুর ১২টায় কথা বলবেন।

পাকিস্তান রবিবার রাত পর্যন্ত এই আলোচনা নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ভারতীয় পর্যটকদের ওপর পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে, যার পর পাকিস্তান ভারতের সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। 

এর পাল্টা জবাবে ভারত পাকিস্তানি বিমানঘাঁটিতে হামলা চালায় এবং সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়।

পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং একটি নিরপেক্ষ তদন্ত দাবি করে।

ভারত জানায়, তারা বুধবার পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ভারতের হামলার পর সোমবার পাকিস্তানের শেয়ারবাজার প্রায় ৯ শতাংশ বেড়ে যাওয়ায় এক ঘণ্টার জন্য লেনদেন বন্ধ রাখা হয়। গত তিন দিনের বেশিরভাগ ক্ষতি পুষিয়ে উঠেছে তারা।

শুক্রবার রাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ পাকিস্তানকে জলবায়ু সহনশীলতা তহবিলের অধীনে নতুন করে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ এবং ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির প্রথম পর্যায়ের অনুমোদন দেয়।

এদিকে, ভারতের নিফটি সূচক আগের তিন দিনে ১ দশমিক ৫ শতাংশ পড়ে যাওয়ার পর সোমবার সকালে প্রায় ২৫ শতাংশ বেড়ে যায়।

ইসলামাবাদ যেখানে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য ওয়াশিংটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ট্রাম্পের কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, সেখানে নয়াদিল্লি এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা বা নিরপেক্ষ স্থানে আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

নয়াদিল্লির মতে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে সব সমস্যা সমাধান করতে হবে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়।

২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করা কংগ্রেস পার্টি পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি বিশেষ সংসদ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে।

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর রব ব র স মব র

এছাড়াও পড়ুন:

প্রথমবার রিটার্ন দেওয়ার সময় যে ৫টি ভুল করা যাবে না

প্রথমবার আয়কর রিটার্ন দেওয়ার সময়ে একটু সাবধান হতে হবে। অনেকেই প্রথমবার রিটার্ন দেওয়ার সময় সঠিকভাবে দেন না এবং কৌশলী হন না। এ জন্য পরে বিপাকে পড়েন তাঁরা।

প্রথমবার রিটার্ন দেওয়ার সময়ে অনেকে ভুল করেন। তাঁদের অনেকের কাছেই অজানা যে প্রথম আয়কর রিটার্নে ঠিক কী কী দেখাতে হয়? প্রথমবার ভুল আয়কর রিটার্ন জমা দিয়ে বড় জরিমানার শিকার হন অনেক করদাতা।

মনে রাখবেন, এ বছর আপনি ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত আয়–ব্যয়ের বিবরণী দেবেন।

এবার দেখা যাক, প্রথম রিটার্ন দেওয়ার সময় যে পাঁচটি ভুল করা যাবে না।

১. নগদ টাকা

আপনার হাতে যত নগদ টাকা থাকুক না কেন, এর পুরোটাই দেখিয়ে দেবেন। অনেকে মনে করেন, নগদ টাকা বেশি দেখালে ঝামেলায় পড়তে পারেন। কিন্তু এই ভাবনা ঠিক নয়। আপনার আয় যদি বৈধ হয়, তাহলে দেখালে কোনো ভয় নেই। আয়কর ফরমে ‘ক্যাশ ইন হ্যান্ড’ ঘরে নগদ টাকা দেখিয়ে দেবেন।

২. সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, শেয়ার

এত দিন আপনার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ছিল না কিংবা রিটার্নও দেননি। কিন্তু কয়েক বছর ধরে আপনি সঞ্চয়পত্র, ডিপিএস, স্থায়ী আমানত (এফডিআর), শেয়ার ইত্যাদিতে বিনিয়োগ করেছেন। এবার প্রথম রিটার্ন দিতে যাচ্ছেন, তাহলে রিটার্নে অবশ্য এসব সম্পদ দেখাবেন। এগুলো রিটার্ন ফরমে আর্থিক পণ্য খাতে দেখাতে হবে।

৩. জমি–ফ্ল্যাট

আপনার নিজের নামে যদি জমি, ফ্ল্যাটসহ স্থাবর সম্পত্তি থাকে, তাহলে এনবিআরকে জানিয়ে দেবেন। এমনকি উত্তরাধিকার সূত্রে কিংবা উপহার বা দান সূত্রে পেলেও তা রিটার্নে উল্লেখ করে দেবেন। এখানে মনে রাখা দরকার, যদি আপনার সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকার বেশি হয়, তাহলে রিটার্নে আলাদাভাবে সম্পদের বিবরণী দিতে হবে। সম্পদের বিবরণী দেওয়ার জন্য আইটি ১০বি ফরম ব্যবহার করতে হবে।

৪. গাড়ি

আপনার নামে কোনো গাড়ি, মোটরবাইক অথবা এ ধরনের সম্পদ থাকে, তাহলে তা অবশ্যই আয়কর নথিতে দেখাতে হবে। কারণ, গাড়ির জন্য প্রতিবছর আপনি অগ্রিম আয়কর দেন, যা বছর শেষে রিটার্ন জমা দিয়ে যখন কর দেবেন, তখন তা সমন্বয় করতে পারবেন। গাড়ি দেখিয়ে দেওয়া লাভও বটে।

৫. স্বর্ণালংকার

প্রথমবার রিটার্ন দেওয়ার সময় নারী–পুরুষ করদাতা নির্বিশেষে স্বর্ণালংকারসহ দামি গয়না দেখিয়ে দেবেন। এমনকি উপহার পেলেও তা দেখাবেন। অনেক নারী করদাতার সোনার গয়নার পাশাপাশি ডায়মন্ডসহ দামি পাথরের গয়না থাকে। প্রথমবার রিটার্ন দেওয়ার সময় এসব দামি গয়না দেখাতে ভুলে যাবেন না।

মনে রাখতে হবে

আপনি প্রথমবার আয়কর রিটার্নে নগদ টাকার পাশাপাশি যত সম্পদ দেখাবেন, এসব সম্পদ অর্জনের ব্যাখ্যা যেন থাকে। আয়ের উৎসের ব্যাখ্যাও দিতে হবে। এসব সম্পদের সপক্ষে যথাযথ প্রমাণ সংরক্ষণ করবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • হলান্ডের জোড়া গোল তবু মোনাকোয় আটকে গেল সিটি, আর্সেনালের জয়
  • মাধ্যমিক পেরোনো কড়া সম্প্রদায়ের প্রথম নারী গীতা, উচ্চমাধ্যমিকে পাশে দাঁড়াল প্রশাসন
  • বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি
  • প্রথমবার রিটার্ন দেওয়ার সময় যে ৫টি ভুল করা যাবে না