দীর্ঘ ৮ বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে রক-মেটাল ঘরানার জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। তাদের চতুর্থ অ্যালবামের নামকরণ করা হয়েছে ‘ভিআইপি’। ভিন্ন ধাঁচের ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। নিজস্বতার ছাপ রেখেই সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন বলে নেমেসিস সদস্যরা জানান।
তাদের কথায়, একক গানের জোয়ারেও অ্যালবাম প্রকাশনা থেকে সরে আসতে চাইনি আমরা। আট বছরের এ দীর্ঘ সময়ে, আমরা এক বৈশ্বিক মহামারীর মুখোমুখি হয়েছি। দেখেছি, ক্ষমতার অপব্যবহার। আমরা একদিকে যেমন হতাশায় ডুবে গেছি, আবার আশার আলোও দেখেছি। আর এসব অনুভূতিরই প্রতিফলন এ অ্যালবামের ১০টি গান। আগামী ২৩ মে সব ডিজিটাল প্ল্যাটফর্মে ‘ভিআইপি’ অ্যালবামটি প্রকাশ করা হবে বলে এ ব্যান্ড সদস্যরা জানান।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয় পর্ব শেষ করেই রক সংগীতপ্রেমী কয়েকজন তরুণ গড়ে তুলেছিলেন নেমেসিস ব্যান্ড। প্রতিষ্ঠার ছয় বছরের মাথায় প্রকাশ পায় তাদের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’। জি-সিরিজ থেকে প্রকাশিত এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলে। যার সুবাদে আর পেছন ফিরে তাকাতে হয়নি নেমেসিস সদস্যদের। ২০১১ সালে ব্যান্ডটি প্রকাশ করে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’। এরপর ২০১৭ সালে মুক্তি দেয় ‘গণজোয়ার’ অ্যালবামটি। ব্যান্ডে অ্যালবামের বাইরেও বেশ কিছু মিক্সড অ্যালবামে গান গেয়ে শ্রোতা প্রশংসা কুড়িয়েছে অল্টারনেটিভ রক ঘরানার এ ব্যান্ডের সদস্যরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব য ন ড দল
এছাড়াও পড়ুন:
ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের রপ্তানিতে তেমন প্রভাব পড়বে না: শেখ বশিরউদ্দীন
ভারত আরও চারটি স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও বাংলাদেশের রপ্তানিতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শেখ বশিরউদ্দীন বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি।
শেখ বশিরউদ্দীন বলেন, দেশের অর্থনৈতিক ক্ষতি হবে, এমন কোনো বিষয়ে ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা হয়নি। দুই দেশের মধ্যে খাদ্য ও কৃষিপণ্যের আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি মেটানো হবে।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনতে দর–কষাকষি চালিয়ে যাবে বাংলাদেশ। সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে ১৫ শতাংশের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
আরেক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা থাকলেও এতটা অস্থিতিশীল নয় যে ব্যবসা–বাণিজ্যে প্রভাব পড়বে। তাই রপ্তানির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে তাতে সমস্যা হবে না।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের নতুন বিধিনিষেধের আওতায় সে দেশের ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটের পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না। শুধু দেশটির মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির সুযোগ আছে। এমন বিধিনিষেধ দিয়ে গতকাল সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশের পণ্য আমদানিতে গত কয়েক মাসে কয়েক দফায় অশুল্ক বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এর আগে গত ১৭ মে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দেয় দেশটি। তার আগে ৯ এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করে দেশটি।
এদিকে বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে। এর আগে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ ছিল।