ওয়েব সিরিজ রঙিলা কিতাব, ঈদের সিনেমা দাগিতে স্বল্প উপস্থিতি দিয়েও নিজের ছাপ রেখেছেন মনোজ প্রামাণিক। তবে মনোজ এখন নির্মাণ আর প্রযোজনায় মনোযোগী বেশি। বুসান এশিয়ান ফিল্ম স্কুলের বৃত্তি নিয়ে তিনি এখন দক্ষিণ কোরিয়ায় আছেন। হোয়াটসঅ্যাপে তাঁর দিনযাপনের গল্প শুনেছেন লতিফুল হক
অভিনয়কে পেশা হিসেবে নেবেন, মনোজ এ সিদ্ধান্ত নিয়েছিলেন ১০ কি ১২ বছর হবে। তবে এরপরই যুক্ত হন শিক্ষকতায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়ান। ধীরে ধীরে নির্মাণে আগ্রহ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেমা বানান, সেসবের প্রযোজনায় যুক্ত থাকতে হয়। মনে হলো, কাজটা আরও ভালোভাবে শেখা দরকার। চোখ ছিল বুসান এশিয়ান ফিল্ম স্কুলের দিকে। আগে এখানে পড়ে গেছেন আবু শাহেদ ইমন, আরিফুর রহমান, তানভীর হোসেন, ফজলে হাসান প্রমুখ। আবেদন করার পর ‘প্রডিউসিং ট্র্যাক’ প্রোগ্রামে সাত মাসের আবাসিক শিক্ষার্থী হিসেবে বৃত্তি পেয়েছেন। গত ২১ মার্চ বুসানে যান মনোজ। এশিয়ার ১৭ দেশ থেকে এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন ১৯ জন। বিভিন্ন সংস্কৃতির ভিন্ন চিন্তার মানুষজনের সঙ্গে থাকা, রান্না করা, খাওয়া, পড়া থেকে ঘোরাঘুরি দারুণ উপভোগ করছেন তিনি।
মনোজ প্রামাণিক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তরুণ নিহত, আহত ৩
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ার মাথাভাঙ্গা এলাকায় একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রীসহ তিনজন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মোহাম্মদ পারভেজ মোশারফ (১৯)। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামার সাইডপাড়ার বাসিন্দা আবুল ফয়েজের ছেলে। আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তাঁদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় পাঁচ ও মোটরসাইকেলে দুজন ছিলেন। বৃষ্টিতে পিচ্ছিল হওয়া সড়কে দুটি যানবাহনই দ্রুতগতিতে চলছিল। বাহারছড়ার মাথাভাঙ্গা এলাকায় আসার পর দুটি যানবাহনের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তরুণ পারভেজ মারা যান। এ ছাড়া মোটরসাইকেলের আরেক আরোহী ও অটোরিকশার দুই যাত্রী আহত হন।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক শুভ রঞ্জন সাহা দুর্ঘটনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা পুলিশি হেফাজতে রয়েছে।