বিসিবি রাজি হলে আমিরাতে না খেলেই দিল্লি যাবেন মুস্তাফিজ
Published: 15th, May 2025 GMT
দিল্লি ক্যাপিটালস (ডিসি) মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার খবর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করায় অনতিবিলম্বে ব্রেকিং নিউজ হয় বাংলাদেশে। ভারতীয় মিডিয়াও গুরুত্বসহকারে প্রচার করে ফিজকে দিল্লির দলে নেওয়ার খবর। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজকে নেয় তারা।
এক মৌসুম হিসেবে রেকর্ড ৬ কোটি রুপি সম্মানী নির্ধারণ করা হয়েছে বাঁহাতি এই পেসারের জন্য। প্রতি ম্যাচে ৪২ লাখ ৮৫ হাজার রুপি পাবেন তিনি। ২০২৫ সালের নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই নেয়নি আইপিএল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়নের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছিল বিষয়টিকে। দিল্লি মুস্তাফিজকে দলে নিয়ে সে অনুমান ভুল প্রমাণ করে।
যদিও মুস্তাফিজ গতকাল আরব আমিরাত গেছেন দুই ম্যাচ টি২০ সিরিজ খেলতে। স্বাগতিক আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে শারজাহয় হবে ম্যাচ দুটি। এদিকে, পিএসএল থেকে রিশাদ হোসেন ও নাহিদ রানাকে চেয়েছে। লাহোর কালান্দার্স নতুন করে দলে নিয়েছে সাকিব আল হাসানকে। গতকালই বিসিবির কাছে পিএসএল খেলার জন্য ছাড়পত্র চেয়েছেন সাকিব।
মুস্তাফিজের পুরোনো দল দিল্লির সেরা চারে উন্নীত হওয়ার সম্ভাবনা আছে। ১৮ মে নিজেদের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে, ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আর ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগ পর্বের বাকি ম্যাচ খেলবে দিল্লি। সেরা চারে উন্নীত হওয়ার রেসে টিকে থাকতে গুজরাটের বিপক্ষের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকেই মুস্তাফিজকে দলে পেতে চায় তারা। যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি থেকে মুস্তাফিজের ছাড়পত্র বা এনওসি নিশ্চিত হয়নি।
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, আইপিএল বা বিসিসিআই থেকে বাঁহাতি এ পেসারের এনওসির জন্য যোগাযোগ করেনি। যদিও টুর্নামেন্টে নাম দেওয়ার সময়ই এনওসির বিষয়টি নিশ্চিত করা হয়। বিসিবি এবং টিম ম্যানেজমেন্ট রাজি হলে মুস্তাফিজ আইপিএলের ম্যাচ খেলার জন্য দুবাই থেকে ১৭ মের ভেতরে দিল্লি যেতে পারেন।
জাতীয় দল সংশ্লিষ্ট এক কর্মকর্তার কথায় সেই ইঙ্গিত আছে। তিনি বলেন, ‘পাঁচ পেস বোলার আছে দলে। আমিরাতে দুই ম্যাচের সিরিজে একজন না থাকলে কিছু হবে না। টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে ছাড়তেই পারে।’
যদিও বিসিবি থেকে বলা হচ্ছে, ১৯ মে আমিরাতে ম্যাচ শেষ করার পর আইপিএলে যেতে পারেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন আম র ত র জন য
এছাড়াও পড়ুন:
পিসিবির নতুন সূচিতে বিসিবি এখনো চুপ
স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবার শুরু হবে ১৭ মে। নতুন সূচি অনুযায়ী ২৫ মে হবে ফাইনাল।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের সূচিতেও তাই কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ পিসিবির একটি সূত্র জানিয়েছে, বিসিবিকে পাঠানো পরিবর্তিত সূচিতে ফয়সালাবাদে সিরিজের প্রথম দুটি টি–টোয়েন্টি ২৫ ও ২৭ মের পরিবর্তে ২৭ ও ২৮ মে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
এই সূচি অনুযায়ী ফয়সালাবাদ থেকে ২৯ মে বাংলাদেশ ও পাকিস্তান দল লাহোরে ফিরবে। সিরিজের শেষ তিনটি ম্যাচ লাহোরে হবে ৩০ মে এবং ১ ও ২ জুন।
পিসিবি থেকে পরিবর্তিত সূচি প্রস্তাব করা হলেও জানা গেছে, বিসিবি এখনো এ ব্যাপারে কোনো মতামত জানায়নি। আগামীকাল বাংলাদেশ দল শারজায় যাবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই টি–টোয়েন্টির সিরিজ খেলতে। পাকিস্তানে যাওয়ার কথা সেখান থেকেই।
কিন্তু ভারত–পাকিস্তান সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির কারণে বিসিবি গত ১০ মে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তাদের কাছে সবার আগে দলের খেলোয়াড়–কোচ–কর্মকর্তাদের নিরাপত্তা। পাকিস্তানের সার্বিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত বিসিবির সে অবস্থানে কোনো পরিবর্তন এসেছে বলে জানা যায়নি।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার দিনই অবশ্য ভারত–পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে দুই দেশের সম্পর্কে এখনো এক ধরনের অস্থিরতা বিরাজ করছে।
পিসিবি অবশ্য পিএসএল শুরু করতে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় পরিবর্তিত সূচিতে আয়োজন করতে চায় বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি–টোয়েন্টির হোম সিরিজও।
স্বাভাবিকভাবেই এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি একা নেবে না। পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন ও নিরাপত্তা সংস্থার পরামর্শ মেনেই এগোবে তারা।