আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার মোট পুরস্কার মূল্য ধরা হয়েছে ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি ৮ লাখ টাকা। আগের আসরের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ।

চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বিজয়ী দল পাবে ৩.

৬ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৪৪ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২.১৬ মিলিয়ন ডলার বা প্রায় ২৬ কোটি টাকা।

এদিকে, শীর্ষ দুইয়ে জায়গা না পেলেও তৃতীয় স্থানে থেকে বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছে ভারত যা ১.৪ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৭ কোটি টাকা)। চতুর্থ স্থান পাওয়া নিউজিল্যান্ড পাবে ১.২ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৪ কোটি টাকা)।

পঞ্চম থেকে নবম পর্যন্ত অবস্থান করা দলগুলোর জন্যও রয়েছে প্রাইজমানি। ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৬০ হাজার ডলার (প্রায় সাড়ে ১১ কোটি টাকা), শ্রীলঙ্কা ৮ লাখ ৪০ হাজার ডলার (প্রায় সাড়ে ১০ কোটি টাকা) এবং বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা।

অষ্টম হওয়া ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার (প্রায় ৭ কোটি টাকা) এবং তলানিতে থাকা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় পৌনে ৬ কোটি টাকা।

প্রসঙ্গত, আগের দুই চক্রে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ২০১৯-২১ মৌসুমে কোনো ম্যাচ না জিতে নবম হয়েছিল দলটি। ২০২১-২৩ মৌসুমে একটি জয় নিয়ে আবারও তলানিতে ছিল টাইগাররা। তবে এবার কিছুটা উন্নতি হয়েছে। মোট ১২ ম্যাচ খেলে ৪টিতে জয় এসেছে বাংলাদেশের। পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে এসেছে তারা, যা এই চক্রে বড় অর্জন হিসেবে ধরা হচ্ছে।

উল্লেখ্য, এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে আগামী ১১ জুন, ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

উৎস: Samakal

কীওয়ার্ড: চ য ম প য়নশ প র প র ইজম ন

এছাড়াও পড়ুন:

ইভানের জন্মদিনে নেইমারের বাড়িতে অ্যাশেজের গান...

অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন আজ। সংগীতের বিভিন্ন পেজ থেকে গ্রুপ ও অ্যাশেজের ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন এ সংগীতশিল্পীকে। জন্মদিনে অবাক করা এক উপহার পেলেন ইভান। এদিন বড় পর্দায় তাঁর গান বেজেছে জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাংলোবাড়িতে!

জুনায়েদ ইভান

সম্পর্কিত নিবন্ধ