বাংলাদেশের মানুষের হাত ধরে তৈরি বহুল জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড ‘পাঠাও’ এবার নিয়ে এল ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন। ১৪ থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে চলবে এই উৎসব, যেখানে পাঠাও দিচ্ছে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, ৫০ হাজার টাকা মূল্যের গিফট জেতার সুযোগসহ অনেক আকর্ষণীয় অফার।

মে মাসজুড়ে পাঠাও ব্যবহারকারীরা রাইড এবং ফুডের ওপর সর্বমোট ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ‘পাঠাও বাইক’-এ ৩টি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ টাকা করে), ‘পাঠাও কার’-এ ৩টি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট (প্রতি রাইডে ১০০ টাকা করে) এবং ‘পাঠাও ফুড’-এ পাঁচটি অর্ডারে সর্বমোট এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, প্রতি অর্ডারে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

এ ছাড়া ‘পাঠাও কার’ ইন্টারসিটি রাইডে রয়েছে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সঙ্গে থাকছে প্রতিদিন নতুন অফার, সারপ্রাইজ ফ্ল্যাশ ডিলসহ আরও অনেক কিছু।

‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইনে পাঠাও অ্যাপে প্রতিটি লেনদেনে পাওয়া যাবে ডাবল পাঠাও পয়েন্টস, মানে প্রতিটি অর্ডার বা রাইডেই আপনার পয়েন্ট বাড়বে দ্বিগুণ!

উৎসবের আনন্দ আরও বাড়াতে পাঠাও কুরিয়ার সার্ভিসেও থাকছে দারুণ অফার। ফ্রি ডেলিভারির পাশাপাশি পাঠাও বাইক, কার ও ফুড-এর কুপন, পার্টনার ব্র্যান্ডদের ডিসকাউন্ট এবং লাকি ইউজারদের জন্য রয়েছে মেগা ভাউচার ও স্পেশাল পুরস্কার।

‘পাঠাও শপ’-এ পেয়ে যাবেন হেডগিয়ার এর মতো দেশীয় পছন্দের ব্র্যান্ড থেকে পাঠাও-এর কোলাবরেশনে দেশি মার্চেন্ডাইজ।

আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে ‘বিগ বক্স’। এতে থাকবে একটি পাবলিক উইশবোর্ড, যেখানে ব্যবহারকারীরা তাঁদের সব ইচ্ছা লিখতে পারবেন। এই উইশবোর্ড থেকে নির্বাচিত ১০ জন ভাগ্যবান ব্যবহারকারীর ইচ্ছা পূরণ করবে ‘পাঠাও’!

দেশি আনন্দকে আরও জমজমাট করতে ‘পাঠাও’ নিয়ে আসছে একটি ইন্টারঅ্যাকটিভ কুইজ গেম। ‘পাঠাও কার’-এর ফ্ল্যাপে এবং বিগ বক্স-এর পাশে থাকবে একটি কিউআর কোড। স্ক্যান করলেই পাওয়া যাবে মজার মজার প্রশ্ন। সঠিক উত্তর দিলেই পাবেন পয়েন্ট, আর সেই পয়েন্ট দিয়ে থাকবে ৫০ হাজার টাকা মূল্যের উপহার জেতার সুযোগ।

ক্যাম্পেইনটি প্রসঙ্গে পাঠাও–এর ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) আবরার হাসনাইন বলেন, দেশি অ্যাপ হিসেবে পাঠাও ১০ বছর ধরে আমাদের দেশের মানুষের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করে আসছে। ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেলিব্রেট করছি আমাদের দেশি প্রাইড, কালচার আর একসঙ্গে থাকার আনন্দ। যা ফুটে উঠছে আমাদের রাইড শেয়ারিং, ফুড আর প্রোডাক্ট ডেলিভারিসহ প্রতিদিনের ছোট ছোট গল্পগুলোতে।

‘চলো দেশি ভাইব-এ’ হলো দেশীয় প্রাইড আর একসঙ্গে উদ্‌যাপনের আনন্দ। এই মে মাসে রাইড দিন, খাবার অর্ডার করুন, প্রিয়জনকে পার্সেল পাঠান, আর পাঠাও-এর সঙ্গে চলুন দেশি ভাইবে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত ‘পাঠাও’ এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে, যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩ লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫ লাখেরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য ম প ইন অর ড র আনন দ

এছাড়াও পড়ুন:

শেষ মুহূর্তে রিয়ালের জয়, উৎসবের অপেক্ষা বাড়ল বার্সার

সান্তিয়াগো বার্নাব্যুতে তাকিয়ে ছিলেন বার্সেলোনার খেলোয়াড় থেকে সমর্থকেরা। ১১ মিনিটে সেন্টারব্যাক মার্তিন ভালিয়েন্তের গোলে মায়োর্কা এগিয়ে যাওয়ার পর নিশ্চয়ই আনন্দে মেতেছিল কাতালান শিবির। ১–০ গোলে পিছিয়ে রিয়াল প্রথমার্ধ শেষ করার পর তাঁরা হয়তো লিগ জয়ের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু বেরসিক রিয়াল মাদ্রিদ তা হতে দেয়নি।

আরও পড়ুনসিঙ্গাপুরের বিপক্ষে খেলতে কবে ঢাকায় আসবেন হামজা১০ ঘণ্টা আগে

বিরতির পর ম্যাচের ৬৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও যোগ করা সময়ে (৯৫ মিনিট) ২০ বছর বয়সী ডিফেন্ডার ইয়াকোবো রামনের গোলে শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। ফলে লা লিগা শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে বার্সাকে আরেকটু অপেক্ষা করতে হবে।

গতকাল রাতে মায়োর্কার কাছে রিয়াল হারলেই লিগ জয় নিশ্চিত হতো হান্সি ফ্লিকের দলের। কিন্তু ড্র করতে করতে চিরপ্রতিদ্বন্দ্বীরা জয় তুলে নেওয়ায় বার্সার জন্য স্রেফ অপেক্ষাই বাড়ল। সেটাও বেশি দিনের জন্য নয়। আজ রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলের মাঠে জিতলেই নিজেদের ২৮তম লিগ জয় নিশ্চিত হবে বার্সার।

গোল পেয়েছেন এমবাপ্পেও

সম্পর্কিত নিবন্ধ

  • পাঠাও নিয়ে এল ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইব-এ’ ক্যাম্পেইন
  • পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি ভাইবে-এ’ ক্যাম্পেইন
  • নিয়ম আটকাতে পারল না, রেড কার্পেটে জ্বলে উঠলেন হ্যালি বেরি
  • নতুন নিয়ম আটকাতে পারল না হেলি বেরিকে, রেড কার্পেটে জ্বলে উঠালেন ভিন্নভাবে
  • কানের লাল গালিচায় ‘নগ্ন’ পোশাক নিষিদ্ধ
  • শিরোপা উদযাপনের মঞ্চ তৈরি বার্সার
  • চলচ্চিত্র ও রাজনীতি মিলেমিশে একাকার
  • শেষ মুহূর্তে রিয়ালের জয়, উৎসবের অপেক্ষা বাড়ল বার্সার