মা হওয়ার পর ২০ কোটি পারিশ্রমিকে দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন
Published: 15th, May 2025 GMT
মা হওয়ার পর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবার ফিরছেন বড় পর্দায়, আর ফিরছেন স্বমহিমায়। শুধু তা–ই নয়, ফেরার সঙ্গেই নাকি পারিশ্রমিকেও ঘটেছে বড়সড় পরিবর্তন। বলিউডে জোর গুঞ্জন, দক্ষিণি পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগার নতুন ছবি ‘স্পিরিট’–এর জন্য এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন দীপিকা। আর এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস।
এর আগে দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে বহুল আলোচিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’–তে। অন্যদিকে রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’–এ ‘লেডি সিংহম’ হিসেবে দীপিকা ঝলক দেখিয়েছেন দর্শকদের। গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তান ‘দুয়া’র জন্ম দেন তিনি। মা হওয়ার পর কিছুদিন বিরতিতে ছিলেন। তবে এবার একের পর এক বড় প্রকল্পে ফিরছেন অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন তিনি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।