আইপিএলে বিদেশি খেলোয়াড়: কারা ফিরছেন, কারা ফিরছেন না
Published: 16th, May 2025 GMT
আইপিএলের এবারের আসর শেষ হওয়ার কথা ছিল ২৫ মে। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়কে এ সময় পর্যন্তই ছাড়পত্র দিয়েছিল। তবে ভারত-পাকিস্তান সংঘাতের জের ধরে খেলা বন্ধ হয়ে যাওয়ায় সূচি-জটিলতা তৈরি হয়েছে। পরিবর্তিত সূচি অনুসারে আইপিএলের ১৮ তম আসর শেষ হবে ৩ জুন।
এর মধ্যেই ২৯ মে শুরু হয়ে যাবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। ১১ জুন শুরু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ঘিরে প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকাও। যে কারণে আইপিএল স্থগিতের পর দেশে ফিরে যাওয়া সব বিদেশি খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিগুলো ফিরে পাচ্ছে না।
এবারের আসরে এখনো লিগ পর্বে ১৩টি ম্যাচ বাকি। ইএসপিএনকিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে ডাক পাওয়া আট ক্রিকেটার আইপিএলে আছেন। দেশটির ক্রিকেট বোর্ড এই খেলোয়াড়দের জন্য ছুটি বাড়ায়নি। যার অর্থ তাঁদের প্লে-অফের আগেই ভারত ছেড়ে যেতে হবে।
গুজরাট টাইটানস
ইংল্যান্ডের জস বাটলার ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা দলে যোগ দিয়েছেন। তবে সাবেক ইংল্যান্ড অধিনায়ক প্লে-অফের আগেই ফিরে যাবেন। এমনকি ২৫ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচেও খেলবেন না। বাটলার চলে যাবেন ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে যোগ দিতে।
গুজরাট অবশ্য তাঁর বদলি খেলোয়াড় এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে। দলটি প্লে-অফের জন্য ৭৫ লাখ রুপিতে কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে। আবার রাবাদা দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে থাকায় তাঁকেও প্লে-অফের আগে ফিরে যেতে হবে। গুজরাট ফিরে পাচ্ছে না ক্যারিবীয় অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডকেও।
আরও পড়ুন৬ কোটি রুপি কি আসলেই পাবেন মোস্তাফিজ১৫ মে ২০২৫রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বেঙ্গালুরুতে ফিরে এসেছেন তিন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল। শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেই তারা খেলতে পারবেন। বেঙ্গালুরু ফিরে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ডকেও। তবে বেঙ্গালুরু অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডকে পাচ্ছে না।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে কেনার কথা জানিয়েছে। বলা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের বদলি করা হয়েছে তাঁকে। তবে দিল্লি ক্যাপিটালসে শুধু ফ্রেজার-ম্যাগার্কই নন, আরেক অস্ট্রেলিয়ান মিচেল স্টার্কও সম্ভবত ফিরছেন না। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার ভারত ছেড়ে যাওয়ার পর কথা বলেছেন এমন ব্যক্তি ও তাঁর এজেন্টের সঙ্গে কথা বলে ক্রিকবাজ জানিয়েছে, স্টার্কের ফেরার সম্ভাবনা ক্ষীণ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যস্ততায় ঢুকে যাবেন।
আরও পড়ুনপিএসএল দিয়ে ৬ মাস পর মাঠে ফিরছেন সাকিব১২ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, তাদের দুজন খেলোয়াড় ফিরতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের রোভমান পাওয়েল চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে আছেন, আর মঈন আলী ও তাঁর পরিবার ভাইরাল সংক্রমণে আক্রান্ত। তবে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজরা যোগ দিচ্ছেন।
কলকাতা নাইট রাইডার্সে সুনীল নারাইনরা ফিরে এসেছেন।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি