আইপিএলে বিদেশি খেলোয়াড়: কারা ফিরছেন, কারা ফিরছেন না
Published: 16th, May 2025 GMT
আইপিএলের এবারের আসর শেষ হওয়ার কথা ছিল ২৫ মে। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়কে এ সময় পর্যন্তই ছাড়পত্র দিয়েছিল। তবে ভারত-পাকিস্তান সংঘাতের জের ধরে খেলা বন্ধ হয়ে যাওয়ায় সূচি-জটিলতা তৈরি হয়েছে। পরিবর্তিত সূচি অনুসারে আইপিএলের ১৮ তম আসর শেষ হবে ৩ জুন।
এর মধ্যেই ২৯ মে শুরু হয়ে যাবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। ১১ জুন শুরু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ঘিরে প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকাও। যে কারণে আইপিএল স্থগিতের পর দেশে ফিরে যাওয়া সব বিদেশি খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিগুলো ফিরে পাচ্ছে না।
এবারের আসরে এখনো লিগ পর্বে ১৩টি ম্যাচ বাকি। ইএসপিএনকিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে ডাক পাওয়া আট ক্রিকেটার আইপিএলে আছেন। দেশটির ক্রিকেট বোর্ড এই খেলোয়াড়দের জন্য ছুটি বাড়ায়নি। যার অর্থ তাঁদের প্লে-অফের আগেই ভারত ছেড়ে যেতে হবে।
গুজরাট টাইটানস
ইংল্যান্ডের জস বাটলার ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা দলে যোগ দিয়েছেন। তবে সাবেক ইংল্যান্ড অধিনায়ক প্লে-অফের আগেই ফিরে যাবেন। এমনকি ২৫ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচেও খেলবেন না। বাটলার চলে যাবেন ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে যোগ দিতে।
গুজরাট অবশ্য তাঁর বদলি খেলোয়াড় এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে। দলটি প্লে-অফের জন্য ৭৫ লাখ রুপিতে কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে। আবার রাবাদা দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে থাকায় তাঁকেও প্লে-অফের আগে ফিরে যেতে হবে। গুজরাট ফিরে পাচ্ছে না ক্যারিবীয় অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডকেও।
আরও পড়ুন৬ কোটি রুপি কি আসলেই পাবেন মোস্তাফিজ১৫ মে ২০২৫রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বেঙ্গালুরুতে ফিরে এসেছেন তিন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল। শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেই তারা খেলতে পারবেন। বেঙ্গালুরু ফিরে পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ডকেও। তবে বেঙ্গালুরু অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউডকে পাচ্ছে না।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে কেনার কথা জানিয়েছে। বলা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের বদলি করা হয়েছে তাঁকে। তবে দিল্লি ক্যাপিটালসে শুধু ফ্রেজার-ম্যাগার্কই নন, আরেক অস্ট্রেলিয়ান মিচেল স্টার্কও সম্ভবত ফিরছেন না। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার ভারত ছেড়ে যাওয়ার পর কথা বলেছেন এমন ব্যক্তি ও তাঁর এজেন্টের সঙ্গে কথা বলে ক্রিকবাজ জানিয়েছে, স্টার্কের ফেরার সম্ভাবনা ক্ষীণ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যস্ততায় ঢুকে যাবেন।
আরও পড়ুনপিএসএল দিয়ে ৬ মাস পর মাঠে ফিরছেন সাকিব১২ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স জানিয়েছে, তাদের দুজন খেলোয়াড় ফিরতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের রোভমান পাওয়েল চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে আছেন, আর মঈন আলী ও তাঁর পরিবার ভাইরাল সংক্রমণে আক্রান্ত। তবে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজরা যোগ দিচ্ছেন।
কলকাতা নাইট রাইডার্সে সুনীল নারাইনরা ফিরে এসেছেন।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শুভ জন্মাষ্টমী আজ
অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়।
সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। আজ শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি।
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার এক বাণীতে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়-অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন।
মুহাম্মদ ইউনূস বলেন, আবহমানকাল থেকে এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সকাল আটটায় দেশ-জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ, বেলা তিনটায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণপূজা অনুষ্ঠিত হবে।
পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, রাজধানীর পলাশীর মোড়ে আজ বেলা তিনটায় কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।