পুশইন: ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি-বিএসএফ উত্তেজনা
Published: 16th, May 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় সহায়তা চেয়ে ভোর ৩.৩০ মিনিটের দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সীমান্তে জড়ো করে বিজিবি।
শুক্রবার (১৬ মে) ভোরে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে বিজিবির পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সীমান্তে জড়ো হতে অনুরোধ করা হয়। সেখানে যাওয়ার পর বিজিবি পুশইনের বিষয়ে সবাইকে অবগত করে সহযোগিতা চায়। এসময় স্থানীয়রা দেশিয় অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন। গ্রামবাসী ও বিজিবির শক্ত অবস্থানের কারণে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বিএসএফ পুশইন করতে চাইলে বিজিবি শক্তভাবে তা প্রতিহত করেছে। কোন ধরনের গোলা-গুলির ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
ঢাকা/পলাশ/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ প শইন
এছাড়াও পড়ুন:
১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করবে পিকেএসএফ
দেশের সুবিধাবঞ্চিত, নিম্ন আয়ের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারাকে আরও বেগবান করার লক্ষ্যে পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০) অনুমোদন করা হয়েছে। রোববার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। কৌশলগত পরিকল্পনার আওতায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে সহযোগী সংস্থা পর্যায়ে ১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করা হবে। পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে পিকেএসএফ থেকে সহযোগী সংস্থা পর্যায়ে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৯ হাজার ৩৪০ কোটি টাকা। আগামী অর্থবছরে বাড়তি অর্থায়নের ফলে সহযোগী সংস্থাগুলো তৃণমূলে আরও বেশি সংখ্যক মানুষকে অধিকতর কার্যকরভাবে পিকেএসএফের সেবা পৌঁছে দিতে পারবে।