বিজ্ঞানীদের মিলন মেলায় উপস্থাপিত হলো ৮৪টি গবেষণাপত্র
Published: 17th, May 2025 GMT
রাঙামাটিতে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভালের (আইসিবিসি) দ্বিতীয় দিনে শনিবার টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া বিজ্ঞানী-গবেষকরা প্রাণী ও কৃষিতে উদীয়মান এবং সংক্রামক রোগ নির্ণয়, চিকিৎসা, ওষুধ আবিষ্কার, ক্যান্সার, ডায়াবেটিসসহ চিকিৎসার বিভিন্ন বিষয়ে ৮৪টি গবেষণাপত্র উপস্থাপন করেছেন।
এছাড়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থী ও গবেষকরা তিনটি গবেষণাপত্রে পার্বত্য অঞ্চলের এথনোমেডিসিনাল প্লান্টস, কৃষিতে নব-উদ্যোগ, বিভিন্ন প্রজাতির গাছের কীট ও রোগের প্রভাবের বিষয়গুলো তুলে ধরেছেন।
রাবিপ্রবির সঙ্গে বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির (বিবিবিএস) যৌথ উদ্যোগে আয়োজিত আইসিবিসির দ্বিতীয় দিনে ৩টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। প্রতি সেশনে বক্তব্যসহ ৭ থেকে ১০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এসব গবেষণাপত্র উপস্থাপন করেন চিকিৎসাসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর অধ্যাপক-গবেষক ও শিক্ষার্থীরা। নির্বাচকমণ্ডলী এসব গবেষণাপত্র মূল্যায়ন করেন।
এসব গবেষণায় উদ্দেশ্য, ফলাফল, প্রভাব এবং করণীয় বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়। গবেষণার উপস্থাপিত বিষয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থী ও নবীন-প্রবীণ বিজ্ঞানীদের মধ্যে এক মিলন মেলায় পরিণত হয় এ আয়োজন। আলাদা আলাদা সেশনে চেয়ার ও কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও পরিচালকরা।
তিন দিনব্যাপী এই কার্নিভালের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইসিবিসি’র কো-চেয়ার চন্দন কুমার রায়। রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান অধ্যাপক আতিয়ার রহমান বিভিন্ন সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান থেকে আসা গবেষকদের প্রতিষ্ঠানে কিংবা ল্যাবে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি ও সহযোগিতার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, গত শুক্রবার রাঙামাটিতে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র উপস থ প আইস ব স সরক র
এছাড়াও পড়ুন:
নিঃশব্দ সৌন্দর্যের হেয়ার রোড
ছবি: মোকারম হোসেন