বন্দরে ডিবি পরিচয়ে গরুসহ ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ১
Published: 25th, May 2025 GMT
বন্দরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১৫টি গরুসহ একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত বাবলু ওরফে বাবুল (৩৮) ঢাকার বাড্ডা থানার আনোয়ার আলীর ছেলে।
রোববার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১’র অপস অফিসার মো. গোলাম মোর্শেদ। এর আগে ২৪ মে ঢাকার বাড্ডা থেকে আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১১।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর পাবনার ঈশ্বরদীতে বাদী রানা হোসেন তার মালিকানাধীন মিনি ট্রাক নিয়ে ১৫টি গরুসহ চট্টগ্রামের উদ্দেশে রওনা করেন।
১৯ ডিসেম্বর রাত অনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে বন্দর থানাধীন কামতাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের ওপর পৌঁছামাত্র একটি সিলভার রঙের মাইক্রোবাস বাদীর ট্রাকের সামনে ব্যারিকেড দিলে ট্রাকের ড্রাইভার মো.
তখন অজ্ঞাতপরিচয় সিলভার রঙের মাইক্রোবাস থেকে ভুয়া ডিবির কটি পরিহিত কয়েকজন ব্যক্তি নেমে গাড়ির কাছে এসে গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং গাড়িতে থাকা গরুর পেটে হেরোইন মাদক আছে বলে দাবি করে বাদীসহ ট্রাকের ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে সিলভার রঙের মাইক্রোবাসে তুলে নেয়। আগে থেকে মাইক্রোবাসের ড্রাইভারের সিটে একজন বসা ছিল।
তাদের মধ্যে থেকে এক ব্যক্তি গরুসহ ট্রাকটি নিয়ে চলে যায় এবং মাইক্রোবাসের ড্রাইভার তাদের গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে গামছা দিয়ে বাদী ও তার ড্রাইভারের চোখ, মুখ, হাত বেঁধে গাড়ির ভেতরে এলোপাতাড়ি কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দ্রুত চলে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সংবাদচিত্রে জুলাই অভ্যুত্থান প্রদর্শনী
কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন। এর পুরোটা সময়জুড়ে দেশের সংবাদপত্রগুলোতে কী ছাপা হয়, কী রকমই বা ছিল সেসব সংবাদের উপস্থাপন? এসব বিষয় সম্পর্কে জানাতে ও স্মৃতিচারণ করতে ‘সংবাদচিত্রে জুলাই অভ্যুত্থান’ শীর্ষক দুই দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য জেহাদ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মিজানুর রহমান প্রমুখ।
সরেজমিন দেখা যায়, প্রদর্শনীতে গত জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত আন্দোলন ও নানাবিধ ঘটনা সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম, সংবাদ ও ছবির পেপার কাটিং প্রদর্শিত হয়েছে।
আয়োজনের বিষয়ে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোছা. জান্নাতি বেগম জানান, জুলাইয়ের চেতনা আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই চেতনা যেন সবার স্মরণে থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যেন অনুপ্রেরণা নিতে পারেন সেই ভাবনা থেকেই এ উদ্যোগ।
সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান বলেন, গত জুলাই-আগস্টে আন্দোলনে সাংবাদিকরা কতটা ঝুঁকি নিয়ে নিরপেক্ষ ও সত্য তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তা স্মরণ করিয়ে দিতেই এই প্রদর্শনীর আয়োজন।