হালদায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহে ব্যস্ত জেলেরা
Published: 30th, May 2025 GMT
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। টানা বর্ষণ এবং নদীতে ঢলের সৃষ্টি হওয়ায় মা মাছগুলো শুক্রবার (৩০ মে) ভোররাতে পুরোদমে ডিম ছেড়েছে বলে জানিয়েছেন জেলেরা।
শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তিন শতাধিক জেলে ছোট ছোট নৌকা নিয়ে ডিম সংগ্রহে ব্যস্ত আছেন। তাদের অনেকেই কয়েক বালতি করে ডিম সংগ্রহ করতে পেরেছেন বলে জানা গেছে।
হালদা গবেষক ড.
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩০০ থেকে ৩৫০টি নৌকা ডিম সংগ্রহে নেমেছে। কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি পরিমাণে ডিম সংগ্রহ হবে বলে আশা করছেন জেলেরা।
হালদা নদীর গড়দুয়ারা অংশে ডিম সংগ্রহে ব্যস্ত থাকা জেলে সিকান্দার মাঝি বলেছেন, “আমরা বছর জুড়ে এ দিনটির জন্য অপেক্ষা করি। আজ ডিম ছেড়েছে মা মাছ। বিগত বছরগুলোর তুলনায় এ বছর বেশি ডিম পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে কয়েক বালতি ডিম সংগ্রহ করেছি। চার দিন পরিচর্যার পর এই ডিম থেকে রেণু পোনা পাওয়া যাবে।”
গতকাল বৃহস্পতিবার অমাবস্যার জোঁ বা তিথির (চতুর্থ জোঁ) শেষ দিনে সকাল ১১টার দিকে জোয়ারের সময় হালদা নদীর বিভিন্ন স্পনিং গ্রাউন্ডে দ্বিতীয় দফায় নমুনা ডিম ছাড়ে কার্প জাতীয় মা মাছ। প্রথমদিকে, খুবই সামান্য পরিমাণে নমুনা ডিম পাওয়া গেলেও পরে জোয়ার বাড়ার সাথে সাথে ডিমের পরিমাণ কিছুটা বাড়তে থাকে। যেহেতু, অমাবস্যার জোঁ চলছে, তাই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হলেই রাতেই পুরোদমে ডিম ছাড়ার ব্যাপক সম্ভাবনা ছিল এবং ঠিক তা-ই হয়েছে।
ঢাকা/রেজাউল/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বিআরটিসির সেবায় অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
রূপড়ঞ্জে বিআরটিসি বাস সেবায় চরম অনিয়ম, নারী শিক্ষার্থী ও যাত্রীদের হয়রানি, এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় কাঞ্চন ব্রীজ এলাকায় ‘সাধারণ শিক্ষার্থী ও নিরাপদ সড়ক আন্দোলন’-এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, কুড়িল থেকে গাউসিয়া রাস্তায় চলাচলকারী ইজঞঈ বাসগুলোতে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ, যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, এর আগে ৩ আগস্ট ২০২৫ তারিখে এসব অনিয়মের প্রতিবাদে ইজঞঈ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হলেও ১৪ কর্মদিবস পার হয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
প্রধান দাবিসমূহের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন , নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও ভাড়া প্রভাবিত করা বন্ধ , অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ।
বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম হিমেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শাওন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপার্থী মাহিম চৌধুরী শুভ, সাধারণ শিক্ষার্থী জুবায়ের ইসলাম তুলন ও ইফতেখার ভূইয়া রিদ্বীনসহ আরো অনেকে।