ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে, যাদের তালিকা করে সারা দেশের দেয়ালে দেয়ালে টাঙিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ কথা জানান।

প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ সমাবেশ হয়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি নেতা আলাল বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর-জঞ্জালদের পরিষ্কার করতে হবে। তা না হলে বঙ্গভবন-ইউনিয়ন পরিষদ, গণভবন-সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। সেই তালিকা জনসম্মুখে সাংবাদিকদের দেওয়া হবে। দেয়ালে দেয়ালে টাঙিয়ে দেওয়া হবে সারা বাংলাদেশে।”

তিনি বলেন, “কারা ফ্যাসিবাদের দোসর, কারা এখনো ঘাপটি মেরে দুর্নীতি করছেন, মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুশি সেখানে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন, তা আমরা জানি। সুতরাং সাবধান হয়ে যান। আমাদের যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়, সেই তালিকা দিতে না হয়। জুলাই-আগস্ট বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে যদি এই দাবি (ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা) পূরণ না হয়, তাহলে আমরা সত্যিকার অর্থে সেই তালিকা প্রকাশ করে দেব-ফ্যাসিবাদের দোসররা কোথায় এবং কোন পর্যায়ে রয়েছেন।”

আলাল বলেন, “এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে এখনো ফ্যাসিবাদের দোসররা দাপটের সঙ্গে রয়ে গেছে, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে। মা-বোন, সন্তান হারিয়ে যাওয়া পরিবারগুলোকে তারা এখনো হুমকি দিচ্ছেন। গুম-খুন হওয়া পরিবারগুলোকে আইনের দ্বারস্থ হতে বাধা দিচ্ছেন।”

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “১০ মাস প্রায় শেষ হওয়ার পথে। আপনারা এখন পর্যন্ত তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি। পদে পদে মানুষকে হতাশ করেছেন। জিনিসপত্রের দাম কমেনি, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, লোডশেডিং বেড়েছে, পানি সরবরাহ আগের মতো সুন্দর এবং পরিচ্ছন্ন নেই, বর্জ্য ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন। ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। কোথায় আপনাদের স্বাস্থ্য উপদেষ্টা? কোথায় তার কর্মতৎপরতা? বাজারে গেলে মানুষ তার পকেটে হাত দিতে পারে না। মনে হয় পকেট ছিদ্র হয়ে সবকিছু পড়ে গেছে।”

বিএনপির এই নেতা বলেন, “আমরা বারবার করে বলেছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের বলেছেন-জনগণের সঙ্গে থাকুন এবং জনগণকে সঙ্গে রাখুন। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললেই আপনারা (উপদেষ্টা পরিষদ) গোসসা করেন। গোসসা করাটা তো ঠিক নয়। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন-তখন যেতে পারে। যখন-তখন কৈফিয়ত চাইতে পারে। কিন্তু আপনাদের (উপদেষ্টা পরিষদ) কাছে যাওয়ার সেই সুযোগটা নেই। যেটুকু আছে, সেখানেও দেয়াল তৈরি করে রেখেছে স্বৈরাচারের দোসররা।”

নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উল্লেখ করে আলাল বলেন, “একটা নতুন প্রজন্ম ২০১৪, ১৮ এবং ২৪ সালে নিজেদের অধিকার প্রদর্শন করতে পারেনি। তারা মুখিয়ে আছে একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মূলত আমরা নির্বাচনের কথা বলি।”

সংগঠনের সহ-সভাপতি এমএ আজাদ চয়নের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

ঢাকা/এম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ য স ব দ র দ সরদ র র দ সরর উপদ ষ ট ব এনপ

এছাড়াও পড়ুন:

বন্দরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী নূর জাহান গ্রেপ্তার 

বন্দরে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নূর জাহান (৩৮) নামে এক নারী  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত নারী মাদক ব্যবসায়ী নূর জাহান বেগম বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকার মাদক সম্রাট  বাবু মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেন বাদী হয়ে ধৃত নারী মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে রোববার (৯ নভেম্বর)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত শনিবার (৮ নভেম্বর)  দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ধৃত মাদক কারবারি বসত ঘরে অভিযান চালিয়ে  ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ধৃত নারী মাদক ব্যবসায়ী নূর জাহান বেগম ও তার স্বামী বাবু দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।  

সম্পর্কিত নিবন্ধ