নান্দাইলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গত ১৮ জুন থানার উপপরিদর্শক আব্দুল হামিদ বাদী হয়ে মামলাটি করেছেন।

আসামিদের বিরুদ্ধে সমাবেশের প্রস্তুতিসহ সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। মামলায় অন্যদের সঙ্গে আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.

) আব্দুস সালামের মেয়ে ও তিন ইউপি চেয়ারম্যানকে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ জুন উপপরিদর্শক আব্দুল হামিদের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের নতুন বাজার এলাকায় রাত্রিকালীন টহল দায়িত্বে ছিল। এ সময় তারা খবর পায় চন্ডীপাশা ইউপির ধুরুয়া গাবতলী ডিএস দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সেখানে তারা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে শলাপরামর্শ করছেন। পরে পুলিশের টহল দলটি রাত সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সাতজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যান।

পরদিন ১৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে ৩৮ জনের নামে একটি মামলা করেন উপপরিদর্শক আব্দুল হামিদ। প্রধান আসামি করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব হাসানকে। আসামির তালিকার ১৭ নম্বরে আছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের উপদেষ্টা ও মেয়ে ওয়াহিদা হোসেন রুপার নাম। এ ছাড়া আসামি করা হয়েছে– আওয়ামী লীগ নেতা আচারগাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, শেরপুর ইউপির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া ও জাহাঙ্গীরপুর ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিনকে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন। তিনি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউপ র

এছাড়াও পড়ুন:

ঢাকায় সাবেক কাউন্সিলরের বোনকে গুলি করে হত্যা

রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম তাহমিনা রহমান রানু (৪২)। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিনার এলাকায় একটি দোকান আছে। তিনি দোকানটি ভাড়া দিয়ে চলতেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী এসে তাহমিনার ভাই আমিনুলের খোঁজ করে। আমিনুলকে না পেয়ে তারা তাহমিনাকে গুলি করে চলে যায়।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের গুলিতে নিহত তাহমিনার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান এসআই দেবব্রত কুমার বিশ্বাস।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
  • ৭৫০০ কোটি টাকা আত্মসাৎ, জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকে মামলা
  • গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা, ৭৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • হালদায় আবারও সাড়ে ১৩ কেজি ওজনের মা মৃগেল মাছের মৃত্যু
  • ঢাকায় সাবেক কাউন্সিলরের বোনকে গুলি করে হত্যা
  • প্রত্যাহার করা সেই এসপিকে আবার কিশোরগঞ্জে যোগ দেওয়ার নির্দেশ