‘চকলেট বয়’ ডাকতেন আইয়ুব বাচ্চু, সেই সাইমন এখন কীবোর্ড যাদুকর
Published: 22nd, June 2025 GMT
দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের সঙ্গে মিশে আছে চট্টগ্রামের আগ্রাবাদে ছেলে সমাইদুল ইসলাম সাইমনের নাম। কারণ আগ্রাবাদের সরল জীবন থেকে শুরু হয়ে আজ শিরোনামহীনের কীবোর্ডে ঝড় তুলেন তিনি।
সাইমনের সঙ্গে কথা বলে খুব দ্রুত বোঝা যায়, তার নিজস্ব এক রকম ধৈর্য আর পরিশ্রমের গল্প আছে, যা তাকে আজকের উচ্চতায় নিয়ে এসেছে। ভাইয়ের ডিভিডিতে দেখা এক পিয়ানোবাদকের অর্কেস্ট্রার ভিডিওই তাকে কীবোর্ড শেখার আগুন জ্বালিয়ে দিয়েছিল। গিটার শেখার আগ্রহ ছিল বন্ধুদের দেখে। কিন্তু শেষ পর্যন্ত পিয়ানোতেই পাগল হয়ে গেল সে।
নিজেকে ‘সেল্ফ টচট মিউজিশিয়ান’ বলতে ভালোবাসেন সাইমন। তার ভাষ্য, ‘আমি কখনো কোনো গুরুর কাছে গিয়ে সিগন্যাল পাইনি, নিজেরাই চেষ্টা করে শিখেছি।’
কলেজ জীবনে প্রথম বন্ধুদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেন সাইমন। ২০১৩ সালে যোগ দেন চট্টগ্রামের ব্যান্ড মেট্রিক্যালের কীবোর্ডিস্ট হিসেবে। ২০১৫ সালে ‘ফিরে এসো’ গানটির সুর রচনা করে ব্যান্ডের জনপ্রিয়তাও বাড়িয়ে দিলেন। এরপর ‘গণতন্ত্রের ঘুড়ি’, ‘অনুভূতি যত’সহ আরও বেশ কিছু গানের সুর রচনা তারই প্রতিভার সাক্ষ্য।
বাংলাদেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর সঙ্গে কাজ করার সৌভাগ্য পেয়ে তিনি আজও কৃতজ্ঞ। সাইমন জানান বাচ্চু ভাই আমাকে ‘চকলেট বয়’ ডাকতেন, তার সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে বাজানো ছিল জীবনের বড় পাওয়া,”
২০১৮ সালের শেষে যুক্ত হন শিরোনামহীনের সঙ্গে। ২০১৯ সালে ‘এই অবেলায়’ গান দিয়ে শুরু হয় তার যাত্রা শিরোনামহীনের কীবোর্ডে। ‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’, ‘কাশফুলের শহর দেখা’, ‘পারফিউম’-এসব গানেই তার সুরের ছোঁয়া স্পষ্ট।
শিরোনামহীনের ‘পারফিউম’, ‘দি অনলি হেডলাইনার’, ‘বাতিঘর’ অ্যালবামে কাজ করেছেন সাইমন। ‘বাতিঘর’ অ্যালবামের ‘মা’ গানের সুর রচনা তার কাছে বিশেষ জায়গা দখল করে আছে। যে গান যাইগা করে নিয়েছে লাখো ভক্তের মনে।
সাইমন বলেন, ‘ছোটবেলা থেকে যাদের গান শুনে বড় হয়েছি, আজ তাদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করতে পারছি—এই ভাবনাই আমার জীবনের সবচেয়ে বড় খুশি। শিরোনামহীন মানেই নতুন কিছু, অন্যরকম কিছু। আমি সবসময় চ্যালেঞ্জ পছন্দ করি, স্বপ্ন দেখি একদিন লন্ডনের রয়েল আলবার্ট হলে শিরোনামহীনের সঙ্গে পারফর্ম করব।’
উৎস: Samakal
কীওয়ার্ড: স ইমন
এছাড়াও পড়ুন:
ব্রাজিলের কিছু পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর
ব্রাজিলের কিছু পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার থেকে কার্যকর হয়েছে। গত ৩০ জুলাই এক নির্বাহী আদেশে ট্রাম্প দেশটির ওপর এই শুল্ক আরোপ করেন।
গত ৩০ জুলাই হোয়াইট হাউসের এক ঘোষণায় ব্রাজিল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমনপীড়ন, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও বিধিনিষেধ আরোপের অভিযোগ আনা হয়। ওই ঘোষণায় আরও বলা হয়, সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ও তাঁর হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এগুলো ব্রাজিলে আইনের শাসনকে দুর্বল করে দিয়েছে।
তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা দেশটির ওপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের কড়া সমালোচনা করেছেন। তিনি এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’ মন্তব্য করে বলেছেন, ট্রাম্পের শুল্ক মোকাবিলায় পশ্চিমা যে কোনো দেশের তুলনায় ব্রাজিলের বেশি সামর্থ্য রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল যুক্তরাষ্ট্রে রপ্তানি করে মাত্রা ১২ শতাংশ পণ্য। অন্যদিকে চীনে রপ্তানি করে প্রায় ২৮ শতাংশ পণ্য। তাই দক্ষিণ আমেরিকার দেশটিকে ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক মোকাবিলায় অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় কম বেগ পেতে হবে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর লুলা বলেছেন, ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত। কিন্তু বলসোনারোকে নিয়ে ট্রাম্পের মন্তব্য অগ্রহণযোগ্য।
এদিকে গত সোমবার বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারক। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় স্থানীয় সময় এই আদেশ দেওয়া হয়। আদালতের এই আদেশের ফলে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া সাবেক ডানপন্থী এই রাজনীতিক ও আদালতের মধ্যকার টানাপোড়েন আরও বাড়ল।
বুধবার ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদাদ বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে আগামী সপ্তাহে তিনি ফোনে কথা বলবেন। ট্রাম্প প্রশাসনের আরোপিত ৫০ শতাংশ শুল্ক নিয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে তাঁরা আলাপ করবেন।
হাদাদ সাংবাদিকদের বলেন, ‘আগামী বুধবার (বেসেন্টের) আলোচনা হবে। আলোচনায় অগ্রগতি হলে, পরবর্তী সময়ে আমাদের মধ্যে সরাসরি বৈঠক হতে পারে।’
আরও পড়ুন‘প্রেসিডেন্ট লুলা যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন’, ব্রাজিলকে নিয়ে সুরবদল ট্রাম্পের ০২ আগস্ট ২০২৫