মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন বাবা, বাসের ধাক্কায় দুজনই নিহত
Published: 24th, June 2025 GMT
ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ডিজেলচালিত থ্রি-হুইলারের (স্থানীয়ভাবে পাগলু নামে পরিচিত) চালক বাবা ও এর আরোহী মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী খোশবাজার মাদ্রাসার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার খুলিশাকুড়ি পোস্ট অফিসপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৫২) ও তাঁর মেয়ে রুবাইয়া খাতুন (১৫)। রুবাইয়া পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে রুবাইয়াকে তাঁর বিদ্যালয়ে পৌঁছে দিতে ডিজেলচালিত থ্রি-হুইলারে বোদা উপজেলার দিকে যাচ্ছিলেন আশরাফুল। ভূল্লী খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস নামের একটি যাত্রীবাহী বাস থ্রি-হুইলারটির পেছনে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। এ সময় তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতালটির চিকিৎসক রকিবুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই রুবাইয়ার মৃত্যু হয়েছিল।
বাসটি জব্দ করা হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানান ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে আগুনে পুড়ল ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে একটি আসবাবপত্র তৈরির কারখানা, গোডাউনসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেবারহাট বাজারে ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশের একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানেও আগুন ছড়িয়ে পড়ে।
শুরুতে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের এলাকার হাজারো মানুষ আগুন নেভাতে এগিয়ে যান। পরে খবর পেয়ে রাত পৌনে একটার দিকে সেনবাগ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। কিন্তু তখন আগুনের ভয়াবহতা বাড়ায় বেগমগঞ্জের চৌমুহনী ও জেলা শহর মাইজদী ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট এসে কাজে যুক্ত হয়। সকাল সাতটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সেবারহাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বাহার উল্যাহ আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ সামগ্রী, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ কমপক্ষে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ব্যবসায়ীদের ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ফায়ার সার্ভিসের সেনবাগ স্টেশনের পরিদর্শক বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী আসবাবপত্র তৈরির কারখানার বয়লার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত ছাড়া প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না।