গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সকে ১৬০ কোটি ডলার দেবে গেটস ফাউন্ডেশন
Published: 24th, June 2025 GMT
বিশ্বের সবচেয়ে দরিদ্র শিশুদের জন্য টিকা কিনতে সহায়তা প্রদানকারী সংস্থা গ্যাভি, দ্য ভাকসিন অ্যালায়েন্সকে আগামী পাঁচ বছরে ১৬০ কোটি ডলার সহায়তা দেবে মার্কিন ধনকুবের বিল গেটসের দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন। মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে গেটস ফাউন্ডেশন।
গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস এক বিবৃতিতে বলেছেন, বৈদেশিক সাহায্যে ব্যাপক কাটছাঁটের কারণে এ বছর বিশ্বব্যাপী শিশুমৃত্যু বাড়তে পারে। তিনি বলেন, এই শিশুমৃত্যু রোধে গ্যাভিকে অর্থায়ন করা এককভাবে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ।
২০২৬ থেকে ২০৩০ সাল নাগাদ কার্যক্রম পরিচালনার জন্য ৯০০ কোটি ডলার তহবিলের প্রতিশ্রুতি আদায় করতে চাইছে গ্যাভি। এ জন্য বুধবার ব্রাসেলসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও গেটস ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে।
যুক্তরাষ্ট্র বছরে ৩০০ মিলিয়ন ডলার অনুদান দেয় গ্যাভির তহবিলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইতিমধ্যে এই অর্থায়ন বাদ দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে।
গ্যাভির প্রধান নির্বাহী কর্মকর্তা সানিয়া নিশতার বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হয়ে গেলে আগামী পাঁচ বছরে অতিরিক্ত প্রায় ১২ লাখ মৃত্যু হতে পারে।
গ্যাভি বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করে। প্রাণঘাতী রোগ যেমন হাম ও ডিফথেরিয়ার মতো রোগ প্রতিরোধে টিকা কেনার জন্য অর্থায়ন করে।
আরও পড়ুনবাংলাদেশে টিকাদানে বড় অগ্রগতি, তবে প্রায় ৫ লাখ শিশু টিকার সব ডোজ পায় না২৮ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অর থ য ন
এছাড়াও পড়ুন:
পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিন শুক্রবার (৩ অক্টোবর) পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা। ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চড়ে এখন পর্যটকদের সরব উপস্থিতি। তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন। তাদের অনেকে সমুদ্রের ঢেউয়ে গা ভিজিয়ে এবং ওয়াটর বাইকে চড়ে আনন্দ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের কেউ কেউ মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছিলেন। সব মিলিয়ে সৈকতের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
আরো পড়ুন:
চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন
১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনা
পাবনা থেকে আসা হোসেন শহীদ ও সোনিয়া দম্পতি জানান, পূজা ও সরকারি ছুটি থাকায় তারা কুয়াকাটায় এসেছেন। সমুদ্রের ঢেউ উপভোগ করেছেন তারা। এই দম্পতির অভিযোগ, হোটেল ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে।
বরিশালের কাউনিয়া থেকে আসা সম্রাট বলেন, “কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছি। বৃহস্পিতবার বিকেলে বৃষ্টির মধ্যে লাল কাকড়ার চড়, গঙ্গামতি ও লেম্বুর বন ঘুরেছি। দারুন এক অনুভূতি হয়েছে।”
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরপত্তা নিশ্চিতে আমরা সচেষ্ট রয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।”
ঢাকা/ইমরান/মাসুদ