যুক্তরাষ্ট্রের মেরিন টেকনোলজি সোসাইটি আয়োজিত মেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পাইওনিয়ার ক্লাসে এশিয়ায় প্রথম হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘ইউআইইউ মেরিনার’ টিম। একইসঙ্গে বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে দলটি।

এছাড়া ‘ইউআইইউ মেরিনার’ দলটি টেকনিক্যাল ডকুমেন্টেশনে বিজয়ী হিসেবে মনোনীত হয়েছে।

গত ১৭-২১ জুন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের আলপেনার থান্ডার বে ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারিতে অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

রাজশাহীতে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউআইইউ’র অ্যাডভান্সড আন্ডারওয়াটার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (এইউআরএ) ক্রু রোভ নির্মাণ করে আন্তর্জাতিক মঞ্চে তা প্রদর্শন করে। প্রতিযোগিতায় প্রতিটি দলকে আটটি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল। মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে- পণ্য প্রদর্শন, প্রকৌশল উপস্থাপনা, টেকনিক্যাল ডকুমেন্টেশন, বিপণন প্রদর্শন, সহযোগিতামূলক মিশন, কোম্পানির স্পেসিফিকেশন, কর্পোরেট রেস্পন্সিবিলিটি এবং সেফটি।

মেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মিশর, বাংলাদেশ এবং মেক্সিকোসহ বিভিন্ন দেশের মোট ১৩টি দল অংশগ্রহণ করে। ‘ইউআইইউ মেরিনার’ দলটি পাইওনিয়ার ক্লাসের এই ১৩টি বিশ্বব্যাপী চূড়ান্ত দলের মধ্যে ৩৭৭ স্কোর পেয়ে সামগ্রিকভাবে পঞ্চম এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও প্রতিযোগিতায় ইউআইইউ টিম ১০০ স্কোরের মধ্যে ৮১ স্কোর করে সেরা টেকনিক্যাল ডকুমেন্টেশনে বিজয়ী হয়।

বিজয়ী ইউআইইউ দলটির তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যলয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনয়ারিং বিভাগের অধ্যাপক এমিরেটাস ড.

এম রিজওয়ান খান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. একেএম মুজাহিদুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক ফাহিম হাফিজ এবং প্রভাষক সাইফুর রহমান।

ইউআইইউ থেকে ১০ জনের একটি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রকল্পের টিম লিডার হলেন ইউআইউ’র সিএসই বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম অর্চি (প্রকল্প ব্যবস্থাপক) এবং একই বিভাগের শিক্ষার্থী ফারহান জামান (গবেষণা ও উন্নয়ন)।

ঢাকা/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউআইইউ ম র ন র

এছাড়াও পড়ুন:

‘শিক্ষকদের মর্যাদা না দিলে জাতি এগোতে পারে না’

বাংলাদেশে শিক্ষার মানোন্নয়নে অনেক শিক্ষানীতি, শিক্ষা কমিশন হয়েছে। কিন্তু রাষ্ট্র এখনো শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে পারেনি। শিক্ষকদের মর্যাদা না দিলে জাতি এগোতে পারে না। বাংলাদেশ এখনো শিক্ষাবান্ধব কোনো সরকার পায়নি। তাঁরা সবাই একটা শিক্ষাবান্ধব সরকারের অপেক্ষায় আছেন, যে সরকার শিক্ষকদের যথাযথ মর্যাদা দেবে।

যশোরে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে উপস্থিত বিশিষ্টজনেরা এ কথাগুলো বলেন। আজ শুক্রবার বিকেলে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান’ শীর্ষক দেশাত্মবোধক গানটি গেয়ে শোনান সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি দীপঙ্কর দাস। সুধী সমাবেশে যশোরের শিক্ষক, সাহিত্যিক, লেখকসহ নানা শ্রেণি-পেশার মানুষ আলোচনায় অংশ নেন।

সুধী সমাবেশে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বেগম রোকেয়া পদকজয়ী উন্নয়নকর্মী ও জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মুর্তজা, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর, সুরধনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশিদ, মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ খাইরুল আনাম, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, ডাক্তার আবদুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন শিরিন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন যশোর বন্ধুসভার সদস্যরা।

অনুষ্ঠানে ‘আখতার স্যার’ ও ‘মজুমদার স্যার’ শিরোনামে দুটি ভিডিও চিত্র দেখানো হয়। শিক্ষকদের প্রতি সম্মান জানানো ভিডিও চিত্র দেখে উপস্থিত অতিথিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর দাঁড়িয়ে শিক্ষকদের প্রতি সম্মান জানান অতিথিরা।

আরও পড়ুন‘আমরা শিক্ষকেরা সঠিক থাকলে, শিক্ষার্থীরা উন্নতি করবেই’৪ ঘণ্টা আগে

অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি দীপঙ্কর দাস বলেন, ‘বাংলাদেশ এখনো শিক্ষাবান্ধব কোনো সরকার পায়নি। আমাদের পরিবারে তিনজন শিক্ষক। কিন্তু সমাজে এবং রাষ্ট্রে শিক্ষকদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।’

কবি ও লেখক কাজী মাজেদ নেওয়াজ বলেন, ‘প্রাথমিক গণ্ডি পার করেছি ৪০ বছর আগে। শৈশবের যে শিক্ষকদের মুখ চোখের সামনে সামনে ভেসে উঠছে। তিনি ছিলেন লাইব্রেরিয়ান। শিক্ষকের অনুপস্থিতিতে তিনি আমাদের ক্লাস নিতেন। তিনি আমাদের বড় বড় লেখকের গল্প শোনাতেন। আমরা মুগ্ধ হয়ে শুনতাম। বড় হওয়ার পরে আমরা তাঁর সেই শিক্ষার গুরুত্ব বুঝেছি।’

আইপিডিসির ব্যবস্থাপক জসীম উদ্দীন বলেন, ‘শিক্ষকদের কারণে আজ আমি এখানে কথা বলতে পারছি। শিক্ষকেরা শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগের একটা বড় জায়গা।’

২০১৯ সাল থেকে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া শুরু হয়। এ বছর পঞ্চমবারের মতো এ সম্মাননা দেওয়া হবে আগামী অক্টোবর মাসে। আয়োজকেরা জানান, আগ্রহী ব্যক্তিরা অনলাইনে (www.priyoshikkhok.com) এই ওয়েবসাইটের মাধ্যমে মনোনয়ন করতে পারবেন।  চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিক এই দুই ক্যাটাগরি থেকে মোট সাতজন শিক্ষককে ‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ দেওয়া হবে। এই সম্মাননার জন্য মনোনয়নযোগ্য শিক্ষক হতে হলে তাঁর বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। কর্মরত বা অবসরপ্রাপ্ত—উভয় অবস্থাতেই মনোনয়নযোগ্য। মনোনয়নদাতা ও শিক্ষক উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একজন ব্যক্তি সর্বোচ্চ তিনজন শিক্ষককে মনোনয়ন দিতে পারবেন।

আরও পড়ুনআইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫-এর মনোনয়ন শুরু০৮ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • একাদশ শ্রেণিতে ভর্তি: ইকিউ কোটায় সুযোগ যাদের
  • সড়ক ব্যবস্থাপনা সংস্কারে তিন স্তরের রূপরেখা দিল রোড সেফটি ফাউন্ডেশন
  • হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ: মোট ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি
  • ‎এনসিসি ব্যাংকের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে ৫৫ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১০ আগস্ট ২০২৫)
  • ‘শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে শিক্ষকদের দায়িত্ব নিতে হবে’
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম, জিপিএ–২.৫ হলেই আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৯ আগস্ট ২০২৫)
  • নারীর মর্যাদা যে রক্ষা হচ্ছে না, তার প্রমাণ জুলাই আন্দোলনের পর মেয়েদের হারিয়ে যাওয়া
  • ‘শিক্ষকদের মর্যাদা না দিলে জাতি এগোতে পারে না’