ভিডিপি মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম কেবল আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভিডিপি সদস্যরা মাদকবিরোধী কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক সামাজিক আন্দোলন এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বুধবার রংপুর রেঞ্জের তিনটি (দিনাজপুর, রংপুর ও নীলফামারী) জেলার আনসার ও ভিডিপি কার্যালয় এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় সাঁওতাল নৃগোষ্ঠী ও যুব সমাজের ক্ষমতায়নে বাহিনীর অন্তর্ভুক্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন মহাপরিচালক।

আনসার বাহিনীর মহাপরিচালক দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত ‘ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (সাঁওতাল) ২০২৫’–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে ১৩২ জন ভিডিপি সদস্য-সদস্যাকে নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।

পরে তিনি রংপুর জেলা আনসার-ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে চলমান ‘ইয়ুথ লিডারশিপ অ্যান্ড ডিজিটাল মার্কেটিং’ প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক নেতৃত্বের কার্যকর পরিধি, সাইবার নিরাপত্তা, তথ্য প্রযুক্তি ভিত্তিক সামাজিক ব্যবসা এবং সাইবার অপরাধ প্রতিরোধসহ আধুনিক প্রযুক্তি-নির্ভর সম্ভাবনার বিষয়সমূহে জ্ঞান দেওয়া হচ্ছে।

মহাপরিচালক এ সময় প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সদস্যদের মনোবল, প্রশাসনিক কাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে সার্বিক খোঁজখবর নেন। তিনি আনসার ও ভিডিপি সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং জাতীয় প্রয়োজনে তাদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এই সফর সংশ্লিষ্ট জেলাগুলোর সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা, দায়িত্ববোধ ও কর্মস্পৃহা সঞ্চার করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আনস র ও ভ ড প আনস র আনস র ও সদস য

এছাড়াও পড়ুন:

নিরাপত্তা পরিষদে ইসরায়েলের নিন্দা জানাচ্ছেন রাষ্ট্রদূতরা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানানো শুরু করেছেন পরিষদে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। রবিবার অধিবেশন শুরুর পরপরই তারা নিন্দা জানানো শুরু করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি ইসরায়েলের পরিকল্পনাকে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘বেপরোয়াভাবে শত্রুতা তীব্রতর করার পরিবর্তে সক্রিয় কূটনীতির বদৌলতে’ হামাস ১৪০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দিয়েছে।

পলিয়ানস্কি বলেছেন, “ইসরায়েলি কর্তৃপক্ষ সহিংসতা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা এবং জীবন বিপন্ন হয়েছে।”

তিনি ইসরায়েলকে গাজায় মানবতাবিরোধী অপরাধ করার জন্য অভিযুক্ত করে বলেছেন, “এই অমানবিক হত্যাকাণ্ড শেষ হওয়ার আগে আরো কত ফিলিস্তিনিকে মারতে হবে?”

জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং জানিয়েছেন, গাজার পরিস্থিতি ‘আরো বিপজ্জনক দিকে বিকশিত হচ্ছে।’

তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ‘গাজা দখলের যেকোনো প্রচেষ্টার দৃঢ়ভাবে বিরোধিতা করতে হবে’ এবং গাজা শহরে সামরিক আক্রমণ পুনর্নবীকরণের ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানাতে হবে।

ফু বলেছেন, “এই সমস্যার সমাধানের উপায় সামরিক নয়।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ