পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) অনিরিক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ২৮.৯৫ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.

২৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৮ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১১ টাকা বা ২৮.৯৫ শতাংশ।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.৫০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস ছিল ০.৬৩ টাকা।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.২৩ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ স ব বছর র

এছাড়াও পড়ুন:

কারিগরির ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন ও প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম পর্ব শিক্ষার্থীদের শিক্ষাক্রমের সরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ও শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিনের স্বাক্ষর করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সগুলো হলো—

এসব কোর্সের মধ্যে কারিগরি বোর্ডের চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন- মেরিন ইঞ্জিনিয়ারিং, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা- ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক রয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়—

ভর্তি পরীক্ষা ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার তারিখ ও সময়  অপরিবর্তিত থাকবে।

শিক্ষার্থীদের আবেদনের বর্ধিত নতুন তারিখ —    

১. পরিবর্তিত নতুন তারিখ ও সময়: ১৭ আগস্ট ২০২৫, রোববার  রাত ১২টা পর্যন্ত।
২. শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়: ২৩ আগস্ট হতে ২৮ আগস্ট, ২০২৫ পর্যন্ত।

সম্পর্কিত নিবন্ধ

  • নেদারল্যান্ডসে বিনা মূল্যে পড়াশোনা, আবেদন স্নাতকোত্তরে
  • বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর–এ খণ্ডকালীন চাকরি, ৫ ঘণ্টা অফিস
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ আগস্ট ২০২৫)
  • আজ টিভিতে যা দেখবেন (১৫ আগস্ট ২০২৫)
  • শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কারিগর ছোটবেলার শিক্ষকেরা
  • ‘ভূমি জোনিং ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, আইন চূড়ান্ত হ‌চ্ছে’
  • ডাকসু নির্বাচন: তৃতীয় দিনে মনোনয়ন ফরম নিলেন ২২ জন
  • দুলালের জাতীয় যুব পুরস্কার স্থগিত
  • আবারও রেকর্ড গড়ল বিটকয়েন, দাম ১ লাখ ২৪ হাজার ডলার
  • কারিগরির ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন ও প্রবেশপত্র ডাউনলোডের সময় বৃদ্ধি