মেক্সিকোয় ধর্মীয় অনুষ্ঠানে গুলিতে নিহত ১১, আহত ২০
Published: 26th, June 2025 GMT
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাহোয়াতোয় খ্রিস্টান ক্যাথলিকদের ধর্মীয় উদযাপন অনুষ্ঠানে গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজ্যটির ইরাপুয়াতো শহরে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার
গুয়ানাহোয়াতোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, গুলিতে জখম ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার সকালে জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুও আছে। পরে অ্যাটর্নি জেনারেলের দপ্তর নিশ্চিত করে, নিহতদের মধ্যে শুধু একজনের বয়স ১৮-এর নিচে, তার বয়স ১৭ বছর।
শেইনবাউম বলেন, যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেইন্ট জন দ্য ব্যাপটিস্টের জন্মদিন পালন উপলক্ষ্যে রাতে একটি অনুষ্ঠান চলার সময় সেখানে গুলির ঘটনাটি ঘটে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি হাউজিং কমপ্লেক্সের প্রাঙ্গণে লোকজন নাচছেন; আর তাদের পেছনে একটি ব্যান্ড বাজনা বাজাচ্ছে, এরমধ্যে সেখানে গুলির শব্দ শোনা যায়।
রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
অনেক বছর ধরেই মেক্সিকোর সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর একটি গুয়ানাহোয়াতো। এখানে প্রায়ই মাদক চোরাচালানের রুটগুলোর দখল নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে প্রাণঘাতী লড়াই হয়। এসব গোষ্ঠীগুলো অন্য অপরাধও করে।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজ্যটির আরেকটি স্থানে সহিংসতার আরও পাঁচজন নিহত হয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিরাজদিখানে ট্রাকের পেছেনে বাসের ধাক্কা, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, রাতে এক্সপ্রেসওয়ের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এসময় ঘটনাস্থলে বাসের এক যাত্রী মারা যান। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
আরো পড়ুন:
মিরপুরে পিকআপের ধাক্কায় নিহত ১
শ্রমিকদের সড়ক জিম্মির খেলা বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।”
ঢাকা/রতন/মাসুদ