ফাবিয়ান কানসেলারিচ: দুর্ভাগা, না সৌভাগ্যবান
Published: 27th, June 2025 GMT
ফাবিয়ান কানসেলারিচকে ভাগ্যবান ভাববেন, নাকি দুর্ভাগা ভাববেন, সেটি আপনার বিষয়!
হৃদ্রোগে আক্রান্ত হয়ে ২০২৪ সালে ৫৮ বছর বয়সে মারা যাওয়া কানসেলারিচ ছিলেন গোলরক্ষক। গোল বাঁচানোর কাজটা যে ভালো করতেন, সেটির প্রমাণ তো আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াডে তাঁর নিয়মিত উপস্থিতিই। এতটুকু তথ্য দেখেই যদি কেউ কানসেলারিচ কয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, সেটি খুঁজতে শুরু করেন, তবে শুধু শুধু হয়রানই হবেন। আর্জেন্টিনার হয়ে ম্যাচ খেলাদের তালিকায় যে তাঁর নাম পাবেন না!
তাই বলে ভাববেন না, এই নামের কেউ ছিলেন না আর্জেন্টিনা স্কোয়াডে। ১৯৮৮ থেকে ১৯৯৩ পর্যন্ত আর্জেন্টিনার ঘোষিত বেশির ভাগ জাতীয় দলেই ছিল তাঁর নাম। একবার, দুবার নয়, ৩০ বার আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন কানসেলারিচ। ১৯৯০ বিশ্বকাপে রানার্সআপ আর্জেন্টিনা দলেও ছিলেন তিনি। তবে দুর্ভাগা কানসেলারিচ ওই বিশ্বকাপে তো বটেই, ৩০ বার ডাক পেয়ে একবারও আর্জেন্টিনার গোলবার সামলানোর কাজটা করার সুযোগ পাননি, সব সময়ই বসে ছিলেন ডাগআউটে।
ম্যাচ খেলার সৌভাগ্য না হলেও আন্তর্জাতিক ফুটবলে অর্জন কিন্তু কম নয় কানসেলারিচের। একটি করে কোপা আমেরিকা ও ফিফা কনফেডারেশন কাপের চ্যাম্পিয়নের পদক উঠেছে তাঁর গলায়। ১৯৯১ সালে কোপা আমেরিকা ও পরের বছর ফিফা কনফেডারেশন কাপজয়ী আর্জেন্টিনা দলে যে ছিলেন কানসেলারিচ। ১৯৯০ বিশ্বকাপে রানার্সআপের পদকও তো পেয়েছেন ম্যারাডোনাদের সঙ্গে।
আরও পড়ুনআর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠেছিল যে গোলকিপারের গায়ে৩০ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন র
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো