চালকের আসনে থেকে শ্রীলঙ্কার দিন শুরু
Published: 27th, June 2025 GMT
বাংলাদেশ: ২৪৭/১০
শ্রীলঙ্কা: ২৯০/২
লিড: ৪৩ রান
কলম্বো টেস্টের তৃতীয় দিন মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। চালকের আসনে থেকে দিন শুরু করেছে শ্রীলঙ্কা। নিসাঙ্কা ১৪৬ ও জয়সুরিয়া ৫ রানে দিন শুরু করেন। সময় যত গড়াচ্ছে বাংলাদেশ তত পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে বাড়ছে শ্রীলঙ্কার লিড।
বাংলাদেশের বাজে দিন
দ্বিতীয় দিনে বাংলাদেশের একমাত্র স্বস্তি হতে পারে ৯৩ রানে চান্দিমালকে ফেরানো। এ ছাড়া বলার মতো কোনো পারফর্ম্যান্সই দেখাতে পারেননি বোলাররা। দিন শেষে বাংলাদেশের সামলে লিড ৪৩। প্রতিপক্ষের পড়েছে মাত্র ২ উইকেট। নিসাঙ্কা অপরাজিত আছেন ১৪৬ রানে। লঙ্কার রান ২ উইকেটে ১৯০। একটি করে উইকেট নেন তাইজুল-নাঈম।
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে ২৮ আগস্ট কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রবাসী ভোটারদের সঙ্গে একটি সভায়ও অংশ নেবেন তিনি।
সরকারি এক আদেশে এ সফরের সূচি নির্ধারণ করা হয়েছে। লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার তাঁর সফরসঙ্গী হবেন। সফরের মূল উদ্দেশ্য হলো টরন্টো ও অটোয়ায় উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে যোগদান এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের সূচনা করা।
সিইসি ২৬ আগস্ট অথবা তার কাছাকাছি সুবিধাজনক কোনো তারিখে ঢাকা থেকে কানাডার উদ্দেশে যাত্রা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর সেখানে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, সুবিধা এবং বিভিন্ন প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হবে।
সফর শেষে সিইসি ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কানাডার ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটিতে থাকবেন। এই ছুটির অতিরিক্ত সময়ের সব খরচ তিনি নিজে বহন করবেন। ৮ সেপ্টেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
নির্বাচন কমিশন কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের এই উদ্যোগকে প্রবাসীদের ভোটাধিকারে অংশগ্রহণ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। পাশাপাশি এটি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করছে।