দ্বিতীয় দফায় এক্সট্রা ভেহিকুলার অ্যাকটিভিটি সম্পন্ন করলেন শেনচৌ-২০ নভোচারীরা
Published: 27th, June 2025 GMT
চীনের শেনচৌ-২০ মিশনের নভোচারীরা দ্বিতীয়বারের মতো মহাকাশযানের বাইরে তাদের কার্যক্রম সম্পন্ন করেছেন।
চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানিয়েছে, বৃহস্পতিবার নভোচারীরা এই এক্সট্রা ভেহিকুল্যার অ্যাকটিভিটি করেন।
নভোচারী ছেন তোং, চেন চোংরুই ও ওয়াং চিয়ে নভোযানের বাইরে সাড়ে ৬ ঘণ্টা সময় নিয়ে রোবটিক বাহুর সাহায্যে নানা ধরনের কাজ করেন। চীনের সময় বিকেল ৩টা ৪ মিনিটে চেন চোংরুই কেবিন থেকে প্রথম বেরিয়ে আসেন এবং রোবোটিক বাহুর ডগায় অবস্থান নেন। এরপর ছেন তোং এয়ারলক সুরক্ষা যন্ত্র হস্তান্তর করেন। পরে দুজন মিলে বাহিরের প্ল্যাটফর্মে অটোমেটেড ফুট রেস্ট্রেইন্ট অ্যাডাপ্টার ও ইন্টারফেস অ্যাডাপ্টার স্থাপন করেন। নতুন এ যন্ত্রগুলো স্থাপনের ফলে পরবর্তীতে নভোচারীদের স্পেসওয়াকের সময় ৪০ মিনিট কমে আসবে বলে জানায় সিএমএসএ।
আরো পড়ুন:
চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী
প্রথমবারের মতো নিজ দেশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল জাপান
এছাড়া নভোচারীরা মহাকাশে ঘুরতে থাকা নানা টুকরো যন্ত্রপাতি থেকে স্টেশনটিকে রক্ষা করার একটি প্রযুক্তিও স্থাপন করেন।
স্টেশন থেকে চেন চোংরুই বলেন, মহাবিশ্ব হয়তো নীরব, কিন্তু একা নয়। অগণিত নক্ষত্র যেমন আকাশ আলোকিত করে, তেমনি অসংখ্য মহাকাশকর্মীও আমাদের পাশে আছেন। তাদের সবাইকে স্যালুট জানান তিনি।
চীন থেকে গ্রাউন্ড টিম শেনচৌ-২০ নভোচারীদের ধন্যবাদ জানায় এবং বলে, তোমরাই আকাশের উজ্জ্বলতম তারা। আমরা তোমাদের সঙ্গে আছি।
ঢাকা/হাসান/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।