বিদেশে উচ্চশিক্ষার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়নও ওতপ্রোতভাবে জড়িত। নতুন শিক্ষাব্যবস্থা এবং বহুজাতি সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়াটা বড় অর্জন। এ ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর মধ্যে অনেকটা এগিয়ে লিথুয়ানিয়া। জীবনধারণ ও শিক্ষাসেবা খরচ কম হলেও মানের কোনো ঘাটতি নেই। লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা যথেষ্ট সাশ্রয়ী হওয়ায় তা উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের উন্নত শিক্ষা অর্জনের আকর্ষণীয় উপায়।

দেশটির সমৃদ্ধ চাকরির বাজারের একটি বিরাট অংশ হচ্ছে তরুণ এবং সদ্য স্নাতক পাস করা শিক্ষার্থী। এঁরা শিক্ষা, ক্যাটারিং, স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবার মতো সেক্টরগুলোতে সৃজনশীল ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন। এতে দেশটি শুধু অধ্যয়নের জন্যই নয়, বরং একটি পূর্ণাঙ্গ কর্মজীবন গড়ার জন্যও আদর্শ গন্তব্যে পরিণত হচ্ছে। চলুন, লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষার প্রয়োজনীয় খরচ, ভর্তি, ভিসা, অধ্যয়নের খরচ ও স্কলারশিপ সম্পর্কে জেনে নেওয়া যাক।

শিক্ষাক্ষেত্রে ইইউর (ইউরোপীয় ইউনিয়ন) সদস্যরাষ্ট্র লিথুয়ানিয়ার মূল আকর্ষণ হলো দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্বমানের শিক্ষাসেবা। এগুলোতে ইংরেজিতে পড়াশোনা করা প্রোগ্রামের সংখ্যা ৩৫০টির বেশি, যার সব কটিই ইউরোপসহ বিশ্বে স্বীকৃত। সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভিলনিয়স ইউনিভার্সিটি, কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে যার অবস্থান ৪৭৩। এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্ববিদ্যালয়টিকে গোটা ইউরোপে ৪৮৪ এবং বিশ্বব্যাপী ১ হাজার ২১৭তম অবস্থানে রেখেছে।

আরও পড়ুনইউনেসকোতে ১৪ ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, বয়স ২০ হলেই আবেদন ১৮ মার্চ ২০২৫শীর্ষ বিশ্ববিদ্যালয় কোনগুলো—

• ভিলনিয়স ইউনিভার্সিটি

• কওনাস ইউনিভার্সিটি অব টেকনোলজি

• ভিলনিয়স গ্যাডিমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটি

• ভিতওতাস ম্যাগ্নাস ইউনিভার্সিটি

• মিকলাস রমেরিস ইউনিভার্সিটি

• লিথুয়ানিয়ান ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

অধ্যয়নের জনপ্রিয় কয়েকটি বিষয়—

• মেডিসিন

• অ্যাকাউন্টিং এবং অডিট

• ফ্যাশন ইঞ্জিনিয়ারিং

• স্থাপত্য

• ব্যবসা এবং জনপ্রশাসন

• আইন

• পারফর্মিং আর্টস

• প্রকৌশল বিজ্ঞান

আবেদনের সময় কখন—

বিদেশি শিক্ষার্থীরা প্রধানত দুটি ইন্টেকে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন করতে পারেন। প্রথম ও অ্যাডমিশন পিক টাইম হলো সেপ্টেম্বর, যেটি অটাম ইন্টেক হিসেবে পরিচিত। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মৌসুমে ভর্তি কম হলেও অনেক শিক্ষার্থীর জন্যই সময়টি অটামের উপযুক্ত বিকল্প হিসেবে কাজ করে। আবেদনের সময়সীমা এবং প্রয়োজনীয় বিষয়গুলো স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভরশীল। প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে ভর্তির আবেদনগুলো যাচাই করে, যা সম্পন্ন করতে এক মাস বা তার বেশি সময় লেগে যেতে পারে।

প্রথম আলো ফাইল ছবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ইউন ভ র স ট শ বব দ য ল ব শ বব দ য ইউর প

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ