শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড়কে সংযুক্ত করতে প্রস্তাবিত কদম রসুর সেতুর পশ্চিমাংশের মুখটি পরিবর্তনের দাবিতে শনিবার (২৮ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কালীর বাজার বৃহত্তর ব্যাবসায়ী বৃন্দ ও স্থানীয় জনসাধারণ” ব্যনারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বৃহত্তর কালীর বাজার এলাকার ব্যাবসায়ী ও জনসাধারণ অংশ গ্রহণ করে। 


কালীর বাজারের ব্যবসায়ী হাজী মোঃ নাজির খান এর সভাপতিত্বে এবং মোঃ রবিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বযক তরিকুর সুজন, ব্যবসায়ী তপু চৌধুরী, ব্যবসায়ী মোঃ সুমন চৌধুরী প্রমুখ।


বক্তারা বলেন, সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি শীতলক্ষ্যা নদীর উপর নির্মিতব্য কদম রসুল সেতুর পশ্চিম পাড়ের মুখটি নামবে নারায়ণগঞ্জ কলেজের সামনে। এ সংবাদটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের ও আতঙ্কের। কালীর বাজার ও তৎসংলগ্ন ফলপট্টি এলাকাটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। এখানে রয়েছে শহরের একটি বড় স্কুল নারায়ণগঞ্জ হাই স্কুল এবং নারায়ণগঞ্জ কলেজ। এখানে রয়েছে শহরের সবচেয়ে বড় দুইটি বাজার কালীর বাজার ও দিগুবাবু বাজারে প্রদেশের মুখ। এইটি শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক হওয়ায় এখানে প্রতিনিয়ত ভয়াবহ যানজট লেগে থাকে। এমনি স্বাভাবিক সময়েই এখানে আমাদের ব্যবসা পরিচালনা করতে ও চলাচল করতে প্রচুর দুর্ভোগ পোহাতে হয়। এর পরে আবার যদি কদম রসুল সেতুতে উঠা-নামার মুখ এখানে তৈরি হয় তা হলে দুর্ভোগ আরও ভয়াবহ ভাবে বৃদ্ধি পাবে। আমরা কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখটি অন্যত্র স্থাপনের দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, আমরা মনে করছি আমাদের যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ অতি দ্রুত এ নকশা বদল করবেন।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা

নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হওয়ায় সরকারি হাসপাতালগুলোতে শয্যাসংকট দেখা দিয়েছে। শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতাল ও শহরের মণ্ডলপাড়ায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ও ডেঙ্গু ওয়ার্ডের শয্যার দ্বিগুণ রোগী ভর্তি আছেন। শয্যা না পাওয়ায় অনেকে করিডর ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন।

শহরের নলুয়াপাড়া এলাকার মুদিদোকানি ইয়াকুব হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত সোমবার থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। শয্যা না পেয়ে হাসপাতালে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। ইয়াকুবের স্ত্রী আছিয়া বেগম প্রথম আলোকে জানান, শয্যা না থাকায় মেঝেতে কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে।

সদর উপজেলার ফতুল্লার গেদ্দার বাজার এলাকার ডেঙ্গু রোগী সেলিম মিয়াও শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানান, চার দিন ধরে তাঁর জ্বর, মাথাব্যথা ও বমি হচ্ছে। নিরুপায় হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। গরমের কারণে মেঝেতে থাকা কঠিন হয়ে পড়েছে।

সেপ্টেম্বর মাসে আগস্ট মাসের তুলনায় দ্বিগুণ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে জানান নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ নার্স শিবলী আক্তার। তাঁর ভাষ্য, জেলার বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু রোগীরা আসছেন, তবে শহরের রোগীর সংখ্যাই বেশি।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন মুশিউর রহমান প্রথম আলোকে জানান, ডেঙ্গু পরিস্থিতি অন্য সময়ের তুলনায় খারাপ। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে ওয়ার্ডগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড়

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে ব্লকেড, মানববন্ধন
  • কুমিল্লায় ড্যাবের এক নেতার বিরুদ্ধে আরেক নেতার অনুসারীদের মানববন্ধন
  • গণঅভ্যুত্থানে হত্যায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক
  • অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, নওগাঁয় ইউএনওর অপসারণ চেয়ে মানববন্ধন
  • খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবি
  • খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণ ও প্রতিবাদকারীদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন