দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবির দেওয়া তথ্যমতে, গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সীমান্তের ২৮৫ নম্বর পিলার-সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক হয়। পরে বিএসএফ ওই দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল দৌলা।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার সাভারের আইচানোয়াদ্দা গ্রামের এম এম আল আমিন ওরফে বাবু (৩৮) এবং দিনাজপুর সদর উপজেলার মিশন রোড এলাকার মো.

সুমন (২১)। বিজিবির পক্ষ থেকে হস্তান্তরের পর রাত সাড়ে ১১টার দিকে তাঁদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করা হয়।

বিজিবির হিলি সিপি বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক প্রথম আলোকে বলেন, অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক দুই ব্যক্তিকে গতকাল রাতে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি মামলা করে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ও হাকিমপুর থানার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে হিলি সীমান্তের প্রায় ২৫ কিলোমিটার ভেতরে ভারতে গিয়ে আটক হন আল আমিন ও সুমন। তাঁদের আটকের পর বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু করে বিজিবি।

গতকাল রাত পৌনে ১০টার দিকে হিলি রেলস্টেশন-সংলগ্ন সীমান্ত পিলার ২৮৫-এর দক্ষিণ পাশে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুঠোফোনে আটক দুই বাংলাদেশির নাগরিকত্ব যাচাই করে বিজিবি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন তাঁরা। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিএসএফ দুজনকে বিজিবির হাতে তুলে দেয়।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রথম আলোকে বলেন, দুই বাংলাদেশির বিরুদ্ধে শুক্রবার রাতে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আসামি দুজনকে আজ শনিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আটক দ ই ব ব এসএফ

এছাড়াও পড়ুন:

মেহেরপুরে বিজিবির কাছে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত পাঠানো ব্যক্তিদের সবাই ফরিদপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও ছয় শিশু। প্রাপ্তবয়স্কের কেউ কেউ কাজের সন্ধানে ২০-২৫ বছর আগে ভারতে গিয়েছিলেন।

পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার সজল কুমার।

বিজিবির হাতে আটকের পর আবু সাইদ (৪৫) নামের একজন বলেন, ‘১১ বছর হলো হলো পরিবার নিয়ে ভারতে বসবাস করছিলাম। আমার সেখানে একটি ছেলে হয়। জন্মসূত্রে ছেলেটি ভারতীয় নাগরিক। এরপরও পুলিশ আমাদের ধরে বিএসএফের কাছে দিয়েছে। পরে তাঁরা বিজিবির কাছে ফেরত পাঠায়।’

আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় হস্তান্তর করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন, তাঁদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা বাংলাদেশ থেকে দীর্ঘদিন আগে ভারতে গিয়েছিলেন। সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৭
  • চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে আবার ১৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • মেহেরপুরে বিজিবির কাছে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • ভোলাহাটে ১৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
  • দর্শনা সীমান্তে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক, ২২ বাংলাদেশিকে হস্তান্তর
  • চার সীমান্ত এলাকা দিয়ে ৪৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ