ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে পাবনার চাটমোহরে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ধরিত্রী রক্ষায় আমরা 
(ধরা) সহযোগিতায় এবং চলনবিল রক্ষায় আমরা নামের একটি সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্ত্বর থেকে সাইকেল র‍্যালি শুরু 
হয়। র‍্যালিটি পুরো শহর প্রদক্ষিণ শেষে সেই চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় চলনবিল রক্ষায় আমরা’র আহ্বায়ক হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে সেখানে আয়োজিত সভায় বক্তব্য দেন চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু, চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য সচিব খলিলুর রহমান, সাংবাদিক শামীম হাসান মিলন, পবিত্র তালুকদার, নুরুল ইসলাম প্রমুখ। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জুমার আজান দেয়া হলো না মুয়াজ্জিনের

ঝালকাঠির নলছিটিতে জুমার দিনে আজান দেওয়ার প্রস্তুতি নিয়ে অজু করতে গিয়ে পানিতে ডুবে আফজাল খান (৮০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আফজাল খান বারইকরন গ্রামের বাসিন্দা ও দেলদুয়ার বাজারের মুদি ব্যবসায়ী সবুর খানের বাবা।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী লিটন বলেন, ‘‘জুমার আজান দেয়ার আগে অজু করতে ঘাটলায় নামেন আফজাল খান। একপর্যায়ে পানিতে পড়ে তলিয়ে যান তিনি। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’’

আরো পড়ুন:

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

চিরকুট: ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ