নদী, পাহাড় ও প্রকৃতির মিতালিতে ছবির মতো সুন্দর জনপদ সিলেটের গোয়াইনঘাট। এ উপজেলার মধ্য দিয়ে বয়ে চলেছে সারি, গোয়াইন ও পিয়ান নদী। এখানকার মানুষের জীবিকার উৎস নদী আর প্রকৃতি। তবে সেই প্রকৃতি মাঝেমধ্যে ধারণ করে রুদ্রমূর্তি। প্রতিবছর উজানে ভারতের মেঘালয় থেকে নেমে আসে পাহাড়ি ঢলে অকস্মাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় জীবন-জীবিকা। তবে সেলফোনে বন্যার আগাম বার্তা উপজেলাবাসীর ক্ষয়ক্ষতি এখন অনেকটাই কমিয়ে দিয়েছে।

লেঙ্গুরা ইউনিয়নের ২৬ বছরের সুলতানা বেগম জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর চার বছর আছেন বাবার বাড়িতে। বাবার মৃত্যুর পর উপার্জনক্ষম একমাত্র ছোট ভাই থাকেন প্রবাসে। মা ও ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে থাকেন সুলতানা। ২০২২ সালের মে মাসে বন্যায় মুহূর্তে তলিয়ে যায় বসতবাড়ির চারপাশ। ভেসে যায় হাঁস-মুরগিসহ গবাদি পশু। তড়িঘড়ি পরিবারের সদস্যরা আশ্রয়কেন্দ্রে গেলে প্রাণ বাঁচে।
ভয়াল সে অভিজ্ঞতা বর্ণনা করে সুলতানা বলেন, ‘হঠাৎ নেমে আসে পাহাড়ি ঢল। বন্যার আগাম কোনো তথ্য না থাকায় বিপদে পড়তে হয়। সময়ের সঙ্গে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন মোবাইল ফোনের ভয়েস কলে বন্যার অন্তত ১০ দিন আগে পূর্বাভাস জানতে পারি। প্রস্তুতির সুযোগ পাওয়া যায়।’

একই কথা ইউনিয়নের চার সন্তানের জননী রাজিয়া বেগম ও গৃহিণী সজনা বেগমের। বললেন, মোবাইল ফোনে বন্যার আগাম তথ্য আসায় কিছুটা চিন্তামুক্ত থাকতে পারি। আকস্মিক বন্যা নিয়ে ভয় আগের মতো নেই।
সুফল প্রকল্পের পক্ষ থেকে উপজেলার রুস্তমপুর ও লেঙ্গুরা ইউনিয়নের প্রায় সাড়ে ৩ হাজার বাসিন্দার ফোন নম্বরে ১০ দিন আগে বন্যার আগাম সতর্কবার্তা (ভয়েস মেসেজ) পাঠানো হয়। আকস্মিক বন্যার ক্ষেত্রে বার্তা এক সপ্তাহ আগে দেওয়া হয়।

আকস্মিক বন্যাপ্রবণ সিলেটের গোয়াইনঘাটে ঝুঁকিতে থাকা প্রান্তিক মানুষদের নিয়ে কেয়ার বাংলাদেশ, কনসার্নসহ কয়েকটি উন্নয়ন সংস্থা যৌথভাবে ‘সুফল (স্কেলিং-আপ ফোরকাস্টবেজড অ্যাকশন অ্যান্ড লার্নিং ইন বাংলাদেশ)’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের স্থানীয় বাস্তবায়ন সহযোগী উন্নয়ন সংস্থা এফআইভিডিবি। 
প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার এফআইভিডিবি কর্মকর্তা মিন্টু রঞ্জন আচার্য্য জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তারা বন্যার আগাম বার্তা ও প্রস্তুতির বিষয়ে বার্তা সহায়তা দিচ্ছেন। মুখে মুখে ছাড়াও মসজিদ এবং মাইকিং করে বন্যার পূর্বাভাস জানিয়ে দেওয়া হয়। পানি বিপৎসীমা অতিক্রম করলে হতদরিদ্রদের আর্থিক অনুদানও দেওয়া হয়। গত বছর রুস্তমপুর ও লেঙ্গুরা ইউনিয়নে ৮৬৮ হতদরিদ্র পরিবার যথাক্রমে ৫ হাজার ও ৭ হাজার টাকা করে পেয়েছে।

তিনি বলেন, ‘দুটি ইউনিয়নে নারী, তরুণ ও কৃষকদের নিয়ে পৃথকভাবে একটি করে ছয়টি কমিউনিটি গ্রুপ করা হয়েছে। প্রকল্প শেষ হলেও কমিউনিটি গ্রুপগুলো দুর্যোগ থেকে এলাকাবাসীকে সুরক্ষার উদ্যোগ চলমান রাখবে।’
লেঙ্গুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহেদ আহমেদ বলেন, ‘সুফল প্রকল্পের মাধ্যমে ওয়ার্ডবাসী উপকৃত হচ্ছেন। শিলাবৃষ্টি, বজ্রপাত ও বন্যার আগাম তথ্য হাতে আসছে। বাসিন্দাদের জানাচ্ছি। সবাই সতর্ক ও প্রস্তুতি নিতে পারায় গত দুই বছর বন্যায় ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বন য প রকল প র

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।

আরো পড়ুন:

খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি

রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।

তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ