জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ২০২৫-২৬ সেশনে জুলাই-ডিসেম্বর ২০২৫ ব্যাচে এলএলএম প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ

এলএলএম প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের ক্লাস শুধু শুক্র ও শনিবার নেওয়া হবে। এলএলবি (সম্মান) পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন বা হচ্ছেন, এমন শিক্ষার্থীরাও ভর্তির আগে সনদ জমা দেওয়ার শর্তে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) এবং সিজিপিএ ৪.

০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। কিন্তু কোনোটিতেই জিপিএ ২.৫০-এর নিচে গ্রহণযোগ্য নয়। সনাতন পদ্ধতির পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণ করা হবে না।

আবেদনপত্র সংগ্রহ ও জমা

১০ জুলাই ২০২৫ পর্যন্ত www.jnu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করে সব সনদ, নম্বরপত্রসহ স্ক্যান করে একটি একক পিডিএফ ডকুমেন্ট [email protected]তে ই–মেইলে পাঠাতে হবে। আবেদন ফি ১০১২ টাকা।

ভর্তির বিস্তারিত তথ্য

আবেদন জমার শেষ তারিখ: ১০ জুলাই ২০২৫।
ভর্তি পরীক্ষার তারিখ: ১৮ জুলাই, শুক্রবার।
ভর্তি পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে বেলা ১১টা।
ভর্তি পরীক্ষার বিষয়: সিপিসি, সিআরপিসি, সাক্ষ্য আইন, মুসলিম আইন ও সাংবিধানিক আইন।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র

এছাড়াও পড়ুন:

একাদশে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেলেন ৬০ শিক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে ৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রতিবন্ধী কোটায় ৫৪ জন, জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক কোটায় ২ জন এবং প্রবাসী কোটায় ৪ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

আরও পড়ুনপ্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক নূর মো. শামসুজ্জামান২৮ সেপ্টেম্বর ২০২৫

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবন্ধী কোটায় ৫৪ জন শিক্ষার্থী, জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক কোটায় ২ জন এবং প্রবাসী কোটায় ৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। সংশ্লিষ্ট কলেজগুলোকে এ তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এবারও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী ৯৩ শতাংশ আসন উন্মুক্ত রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটাসহ বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত। সমান জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে নম্বর বিবেচনায় মেধাক্রম ঠিক করা হয়েছে। নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুনদক্ষিণ কোরিয়ায় জিআইএসটি স্কলারশিপ: পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ অক্টোবর ২০২৫)
  • জাবিতে হল সংসদ নেত্রীসহ ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ
  • সীমান্ত ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে
  • পাঠকের ছবি (২ অক্টোবর ২০২৫)
  • দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ, পদ ৩৪
  • আজ টিভিতে যা দেখবেন (২ অক্টোবর ২০২৫)
  • এভারকেয়ার হাসপাতালে বিশ্ব হার্ট দিবস ২০২৫ পালন
  • অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • একাদশে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পেলেন ৬০ শিক্ষার্থী