জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ২০২৫-২৬ সেশনে জুলাই-ডিসেম্বর ২০২৫ ব্যাচে এলএলএম প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বিবরণ

এলএলএম প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের ক্লাস শুধু শুক্র ও শনিবার নেওয়া হবে। এলএলবি (সম্মান) পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন বা হচ্ছেন, এমন শিক্ষার্থীরাও ভর্তির আগে সনদ জমা দেওয়ার শর্তে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) এবং সিজিপিএ ৪.

০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৬.০০ থাকতে হবে। কিন্তু কোনোটিতেই জিপিএ ২.৫০-এর নিচে গ্রহণযোগ্য নয়। সনাতন পদ্ধতির পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণ করা হবে না।

আবেদনপত্র সংগ্রহ ও জমা

১০ জুলাই ২০২৫ পর্যন্ত www.jnu.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করে সব সনদ, নম্বরপত্রসহ স্ক্যান করে একটি একক পিডিএফ ডকুমেন্ট [email protected]তে ই–মেইলে পাঠাতে হবে। আবেদন ফি ১০১২ টাকা।

ভর্তির বিস্তারিত তথ্য

আবেদন জমার শেষ তারিখ: ১০ জুলাই ২০২৫।
ভর্তি পরীক্ষার তারিখ: ১৮ জুলাই, শুক্রবার।
ভর্তি পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে বেলা ১১টা।
ভর্তি পরীক্ষার বিষয়: সিপিসি, সিআরপিসি, সাক্ষ্য আইন, মুসলিম আইন ও সাংবিধানিক আইন।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র

এছাড়াও পড়ুন:

দুলালের জাতীয় যুব পুরস্কার স্থগিত

‘প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন’র প্রতিনিধি আল সাজিদুল ইসলাম দুলালকে দেওয়া জাতীয় যুব পুরস্কার-২০২৫ স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিষয়ে বিরূপ মন্তব্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ জন সফল আত্মকর্মী ও সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় দুলালের নামও ছিল।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • ডাকসু নির্বাচন: তৃতীয় দিনে মনোনয়ন ফরম নিলেন ২২ জন
  • ৪৭তম বিসিএসে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখক দেবে পিএসসি
  • রাবিতে নিয়োগ পাননি জামায়াত নেতার সুপারিশপ্রাপ্ত সেই প্রার্থী
  • দুলালের জাতীয় যুব পুরস্কার স্থগিত
  • কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এলএলএম প্রোগ্রাম, আবেদন জমা ২০ আগস্ট
  • গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৭
  • মারা গেছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়
  • বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, নেবে ৮০০ জন
  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, ৩৭ পদের জন্য করুন আবেদন
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৩৬ জন নিয়োগ