চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয় গতকাল রোববার রাতে। এর কিছুক্ষণ পরেই ওই কমিটির প্রধান সমন্বয়কারীকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন। গতকাল রাতে নিজের ফেসবুক আইডি থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মতলব দক্ষিণ উপজেলা শাখার সমন্বয় কমিটি গঠন করার কথা জানানো হয়। ২০ সদস্যের ওই কমিটিতে ডি এম আলাউদ্দিনকে প্রধান সমন্বয়কারী এবং ফরহাদ আহম্মেদ আলী, বদিউল আলম, বাবুল ফরাজি, হেলাল উদ্দিন ও নোমানুল ইসলাম খানকে যুগ্ম সমন্বয়কারী করা হয়।

কমিটি ঘোষণার পর কমিটির যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন তাঁর ‘এমএইচইউ হেলাল’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে পদত্যাগ করার কথা জানান। এতে তিনি প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিনকে ‘জাতীয় পাটির নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের সহযোগী’ বলে মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘কোনো ফ্যাসিস্ট সহযোগীদের হাতে আমরা জুলাই বেচে দিতে পারি না’। বিষয়টি জানতে হেলাল উদ্দিনের মুঠোফোন নম্বরে আজ সোমবার সকালে একাধিকবার কল দিলেও তাঁকে পাওয়া যায়নি।

নবগঠিত উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন বলেন, জাতীয় পাটি থেকে তিনি অনেক আগেই পদত্যাগ করেছেন। ফ্যাসিস্টের কোনো সহযোগীর সঙ্গেও তাঁর কোনো সম্পর্ক নেই। তাঁর সঙ্গে ওই যুগ্ম সমন্বয়কারীর ভুল–বোঝাবুঝি কারণে তিনি পদত্যাগ করেছেন। পরে সব ঠিক হয়ে যাবে বলে আশা করেন তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য গ ম সমন বয়ক র কম ট র য় কম ট সহয গ উপজ ল

এছাড়াও পড়ুন:

বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী তরুণ

চাঁদপুরের সৌদিপ্রবাসী মেহেদী হাসানের (২৫) বাবার ইচ্ছা ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাতে নিয়ে যাবেন। বাবার সেই ইচ্ছা পূরণ করলেন তিনি।

আজ শুক্রবার বিকেলে স্বজনদের নিয়ে ভাড়া করা হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে কনের বাড়িতে যান মেহেদী হাসান। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে নিয়ে ফিরে আসেন নিজ বাড়িতে। এ ঘটনায় উচ্ছ্বসিত এলাকাবাসী।

মেহেদী হাসান মতলব উত্তর উপজেলার এমএম কান্দি গ্রামের আবদুল বারেক দেওয়ানের ছেলে। মেহেদীর নববধূর নাম আবিদা সুলতানা। তিনি একই উপজেলার রুহিতারপাড় গ্রামের মো. আল আমিনের মেয়ে। আজ শুক্রবার বিকেল চারটায় কনের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর আগে মেহেদী হাসান সৌদি আরবে যান। বিয়ে করার জন্য কিছুদিন আগে বাড়ি ফেরেন। কনে দেখা ও বিয়ের তারিখ ঠিক হয়। আজ শুক্রবার রুহিতারপাড় গ্রামের একটি মাঠে বরপক্ষকে নিয়ে হেলিকপ্টারটি নামলে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। হেলিকপ্টার থেকে নেমে স্বজনদের নিয়ে মেহেদী হাসান হেঁটে কনের বাড়িতে যান। বিয়ের পর নববধূকে নিয়ে হেলিকপ্টারটি তাঁর গ্রামে পৌঁছালে ভিড় করেন এলাকাবাসী।

মেহেদী হাসান বলেন, তাঁর বাবার এই ইচ্ছা পূরণ করতে পেরে তিনি ও তাঁর পরিবার খুবই আনন্দিত। সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

মেহেদী হাসানের বাবা আবদুল বারেক দেওয়ান বলেন, ইচ্ছা ছিল ছেলে বড় ও প্রতিষ্ঠিত হলে হেলিকপ্টারে চড়িয়ে তাকে বিয়ে করাবেন। আজ তাঁর সে ইচ্ছা পূরণ হলো। এতে তিনি খুবই আনন্দিত।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনা জানার পর হেলিপ্যাড এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়ক যেন মরণফাঁদ
  • শিক্ষক সমাবেশে সাউন্ড গ্রেনেডে আহত শিক্ষকের ঢাকায় মৃত্যু
  • ঢাকায় সমাবেশে আহত সেই শিক্ষিকা মারা গেছেন
  • বাবার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী তরুণ