মতলব দক্ষিণে এনসিপির প্রধান সমন্বয়কারীকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে এক নেতার পদত্যাগ
Published: 30th, June 2025 GMT
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয় গতকাল রোববার রাতে। এর কিছুক্ষণ পরেই ওই কমিটির প্রধান সমন্বয়কারীকে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে পদত্যাগ করেন যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন। গতকাল রাতে নিজের ফেসবুক আইডি থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মতলব দক্ষিণ উপজেলা শাখার সমন্বয় কমিটি গঠন করার কথা জানানো হয়। ২০ সদস্যের ওই কমিটিতে ডি এম আলাউদ্দিনকে প্রধান সমন্বয়কারী এবং ফরহাদ আহম্মেদ আলী, বদিউল আলম, বাবুল ফরাজি, হেলাল উদ্দিন ও নোমানুল ইসলাম খানকে যুগ্ম সমন্বয়কারী করা হয়।
কমিটি ঘোষণার পর কমিটির যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন তাঁর ‘এমএইচইউ হেলাল’ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে পদত্যাগ করার কথা জানান। এতে তিনি প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিনকে ‘জাতীয় পাটির নেতা ও ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের সহযোগী’ বলে মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘কোনো ফ্যাসিস্ট সহযোগীদের হাতে আমরা জুলাই বেচে দিতে পারি না’। বিষয়টি জানতে হেলাল উদ্দিনের মুঠোফোন নম্বরে আজ সোমবার সকালে একাধিকবার কল দিলেও তাঁকে পাওয়া যায়নি।
নবগঠিত উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন বলেন, জাতীয় পাটি থেকে তিনি অনেক আগেই পদত্যাগ করেছেন। ফ্যাসিস্টের কোনো সহযোগীর সঙ্গেও তাঁর কোনো সম্পর্ক নেই। তাঁর সঙ্গে ওই যুগ্ম সমন্বয়কারীর ভুল–বোঝাবুঝি কারণে তিনি পদত্যাগ করেছেন। পরে সব ঠিক হয়ে যাবে বলে আশা করেন তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য গ ম সমন বয়ক র কম ট র য় কম ট সহয গ উপজ ল
এছাড়াও পড়ুন:
এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৪ বছর, অবশেষে গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত নাফিউর রহমান ওরফে ফয়সাল (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালে মাদকের একটি মামলায় চাঁদপুরের একটি আদালতের রায়ে তাঁর এক বছর পাঁচ মাসের সাজা হয়। তবে সাজা এড়াতে তিনি চার বছরের বেশি সময় বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে মতলব দক্ষিণ উপজেলার মধ্য কলাদী এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন নাফিউর। গতকাল শুক্রবার সন্ধ্যার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ এ তথ্য জানায়।
নাফিউর রহমানের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকায়। তিনি ওই এলাকার খসরু মিয়ার ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অন্যান্য আইনে মোট ২৫টি মামলা আছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাফিউরকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাঁকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে করা অন্যান্য মামলা চলমান আছে।