ফেলে দেওয়া প্লাস্টিক বোতল দিয়ে বাড়ি বানাচ্ছেন শরীয়তপুরের ইমান
Published: 2nd, July 2025 GMT
প্রতিদিন ক্রেতাদের ফেলে যাওয়া প্লাস্টিকের খালি বোতল দেখে দুশ্চিন্তায় পড়েন মুদিদোকানি ইমান ঢালী। কীভাবে এগুলোর পুনর্ব্যবহার করা যায়, তাঁর খোঁজ করেন ইউটিউবে। সেখানে ভিডিও দেখে জানতে পারেন, এসব খালি বোতলে বালু ভরে তা দেয়াল নির্মাণকাজে ইটের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এরপর স্থানীয় এক রাজমিস্ত্রির সঙ্গে পরামর্শ করে বাড়ি নির্মাণে এসব বোতল ব্যবহার করছেন তিনি।
প্রায় এক বছর গ্রামের হাটবাজার ঘুরে ২৫০ ও ৫০০ মিলির ৪০ হাজার প্লাস্টিকের বোতল সংগ্রহ করেন ইমান ঢালী। এ সময় পরিবারের সদস্যরা মিলে এসব বোতলে বালু ভরেছেন। পরে বোতলগুলোর মুখ বন্ধ করে একটির ওপর আরেকটি জুড়ে দেওয়া হচ্ছে বালু-সিমেন্টের প্রলেপে। বাড়িটির নির্মাণকাজ চলছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মেঘনা তীরবর্তী মাইঝারা গ্রামে। চরাঞ্চলটিতে বসবাস করেন ইমান ঢালী। সেখানে স্থানীয় বাজারে তাঁর একটি মুদিদোকান আছে।
মঙ্গলবার সকালে ইমান ঢালী বলেন, তাঁর দোকানসহ বাজারের বিভিন্ন দোকানে ব্যবহৃত খালি প্লাস্টিকের বোতলগুলো এলাকার ডোবা-নালা নোংরা করছিল দেখে মনে কষ্ট হতো। তখন তিনি বোতলগুলো জড়ো করে মজুত করতে শুরু করেন। পরে ইউটিউবে দেখতে পান, বোতল দিয়েও ঘরের দেয়াল নির্মাণ করা যায়। তখন আরও খালি বোতল সংগ্রহ করতে থাকেন। এখন বোতল দিয়ে ঘর নির্মাণই শুরু করে দিয়েছেন। ইটের তৈরি পিলারের পাশে বোতল সাজিয়ে এতে সিমেন্টের আস্তর দিয়ে দেয়াল নির্মাণ করা হচ্ছে। ছাদসহ চার কক্ষের ঘরটির নির্মাণে ৮-৯ লাখ টাকা লাগতে পারে।
ইমান ঢালীর সঙ্গে কথা বলে জানা যায়, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর সংসার। বসবাসের টিনের ঘরটি ভেঙে সম্প্রতি সেখানে একতলা একটি পাকা দালান নির্মাণের কাজ শুরু করেন তিনি। চার কক্ষবিশিষ্ট বাড়িটির সব কটি দেয়াল নির্মিত হচ্ছে প্লাস্টিকের বোতল দিয়ে। পাশের এলাকার ইব্রাহীম সরদার আরও তিনজন শ্রমিক নিয়ে নির্মাণকাজটি করছেন।
ইটের তৈরি পিলারের পাশে বোতল সাজিয়ে এতে সিমেন্টের আস্তর দিয়ে দেয়াল নির্মাণ করা হচ্ছে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি