চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়ক অবরোধ করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অবরোধের কারণে ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আজ বুধবার সড়ক অবরোধ করেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 

আন্দোলনকারীদের দাবি, তারা পটিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিষয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কথা বলতে এসেছিলেন। কিন্তু ডিআইজি কথা বলতে রাজি হননি। 

তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কার্যালয়ে ডেকেছিলেন। তারা কার্যালয়ে যেতে রাজি হননি। তারা ডিআইজিকে কার্যালয়ের বাইরে এসে কথা বলার দাবি জানান।

নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ‘তাদেরকে ডিআইজি স্যারের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা না গিয়ে সড়ক অবরোধ করেছেন।’

এর আগে, বিকেল তিনটার দিকে চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এনস প সড়ক অবর ধ সড়ক অবর ধ ড আইজ এনস প

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের নির্বাহী আদেশে কেড়ে নেওয়া হচ্ছে রূপান্তরিত সাঁতারুর পদক

দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর পররাষ্ট্রনীতিতে আরও কড়াকড়ি আরোপের মতো ক্রীড়াঙ্গনেও কঠোর নীতি চালু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যে একটি হলো মেয়েদের খেলায় রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) ক্রীড়াবিদদের নিষিদ্ধ করা।

ট্রাম্পের এই সিদ্ধান্তের খড়্গ নেমে এসেছে লিয়া টমাসের ওপর। যুক্তরাষ্ট্রের এই রূপান্তরিত সাঁতারুর ব্যক্তিগত অর্জন বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে তাঁর রেকর্ড মুছে ফেলার পাশাপাশি শিগগিরই পদক কেড়ে নেওয়া হবে।

রূপান্তরিত সাঁতারু লিয়া টমাসের পদক কেড়ে নেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ